মিশরের মসজিদে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা, নিহত কমপক্ষে ২৩৫
মিশরের সিনাই প্রদেশে মসজিদে হামলা চালাল সন্দেহভাজন জঙ্গিরা। বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তারা।
নিজস্ব প্রতিবেদন: মিশরের সিনাই প্রদেশে সুফি মসজিদে হামলা চালাল সন্দেহভাজন জঙ্গিরা। বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তারা। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩৫ জনের। হামলায় ইসলামিক স্টেটসের হাত থাকতে পারে বলে অনুমান।
UPDATE: Egyptian state television reporting death toll of Sinai blast and gun attack now 184. https://t.co/k8tZxmCtqM pic.twitter.com/IAfeueWvLb
— Al Jazeera News (@AJENews) November 24, 2017
সিনাই প্রদেশের বির আল-আবেদ শহরে আল-রাওদা মসজিদে শুক্রবারের প্রার্থনায় জড়োয় হয়েছিলেন বহু মানুষ। পুলিস জানিয়েছে, চারটি গাড়ি থেকে এলোপাথারি গুলি করতে থাকে সন্দেহভাজন জঙ্গিরা। ছোড়া হয় শক্তিশালী বোমা। বাইরে বেরোনোর রাস্তায় বন্ধ করতে গাড়িতে বিস্ফোরণও ঘটানো হয়।
ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে।