Elon Musk-র বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ SpaceX-র বিমান সেবিকার

SpaceX-র কর্পোরেট জেট ফ্লিটের হয়ে চুক্তির ভিত্তিতে কাজ করতে ওই বিমান সেবিকা। তাঁর দাবি ছিল ২০১৬ সালে একটি ফ্লাইট চলাকালীন Musk তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাঁকে কুপ্রস্তাব দেন।

Updated By: May 20, 2022, 04:43 PM IST
Elon Musk-র বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ SpaceX-র বিমান সেবিকার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিজেই মস্করা করলেন Tesla-র মালিক এলন মাস্ক (Elon Musk)। তাঁর বিরুদ্ধে এক বিমান সেবিকাকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এছাড়াও বলা হয় মুখ বন্ধ রাখার জন্য টাকাও দেওয়া হয় ওই বিমান সেবিকাকে। 

এবার এই কেলেঙ্কারির নামকরণ করলেন খোদ এলন মাস্ক নিজে। একে তিনি 'এলনগেট' নাম দেন এবং নিজেই বলেন এই নাম 'সঠিক'। 

এর আগে ২০২১ সালে টুইট করে তিনি লেখেন যদি কখনও তাঁর নামে কোনও কেলেঙ্কারির কথা ছড়ায় তাহলে যেন সেই কেলেঙ্কারিকে 'এলনগেট' নাম দেওয়া হয়।

জানা গেছে ওই বিমান সেবিকাকে SpaceX-র তরফে ২,৫০,০০০ ডলার দেওয়া হয় মুখ বন্ধ রাখার জন্য। রিপর্টে বলা হয়েছে এই ঘটনা ঘটে ২০১৬ সালে এবং ওই বিমান সেবিকাকে টাকা দেওয়া হয় ২০১৮ সালে। 

আরও পড়ুন: Britain: ফের কলঙ্কিত Britain-র পার্লামেন্ট, ধর্ষণের অভিযোগে গ্রেফতার কনজারভেটিভ পার্টির সাংসদ

SpaceX-র কর্পোরেট জেট ফ্লিটের হয়ে চুক্তির ভিত্তিতে কাজ করতে ওই বিমান সেবিকা। তাঁর দাবি ছিল ২০১৬ সালে একটি ফ্লাইট চলাকালীন মাস্ক তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাঁকে কুপ্রস্তাব দেন। যদিও কোর্টের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার সময় সংস্থা তাঁকে দিয়ে নন ডিস্ক্লোজার সই করিয়ে নেয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.