European Census Bureau: মাত্র ১ মাসে আশ্রয় চেয়ে জমা প্রায় ১০ হাজার আবেদন! কোন দেশে?

European Census Bureau: পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসীর স্রোত চলেই। আধুনিক পৃথিবীতে অভিবাসীর সমস্যা বড় সমস্যা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৬ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশী ইইউভুক্ত দেশগুলিতে আশ্রয় চেয়েছেন! গত বছরের ফেব্রুয়ারিতে সংখ্যা ছিল ৫৪ হাজার ৩৭০।

Updated By: May 27, 2023, 01:29 PM IST
European Census Bureau: মাত্র ১ মাসে আশ্রয় চেয়ে জমা প্রায় ১০ হাজার আবেদন! কোন দেশে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসীর স্রোত চলেই। আধুনিক পৃথিবীতে অভিবাসীর সমস্যা একটা বড় সমস্যা। এই সমস্যা দ্বিমুখী-- যে-দেশ থেকে মানুষ চলে যায় এবং যে-দেশ গিয়ে প্রবেশ করেন। এই সমস্যা আফগানিস্তানেও। সদ্য একটা পরিসংখ্যান সামনে এসেছে। এ বছরের ফেব্রুয়ারি মাসে ৯ হাজারের বেশি আফগান ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলিতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন!

আরও পড়ুন: Middle East Project: এবার দিল্লি থেকে টানা রেলপথে মধ্যপ্রাচ্য? এশিয়ার 'লার্জেস্ট রেল নেটওয়ার্ক'...

আফগানিস্তান থেকে ইউরোপে অভিবাসীদের স্রোত দিন দিন বাড়ছিলই। তালিবান ক্ষমতায় ফেরার পরে আফগানিস্তান থেকে দেশ ছেড়েছেন অনেকেই। তাঁদের অনেকের গন্তব্য ইউরোপের দেশগুলি। এর মধ্যে এ বছরের ফেব্রুয়ারি মাসে ৯ হাজারের বেশি আফগান ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলিতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। এই তথ্য জানিয়েছে, ইউরোপীয় সেনসাস ব্যুরো (ইসিবি)। সংস্থাটি বলছে, চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ইইউর দেশগুলিতে আফগান অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি! সংখ্যাটা এই কারণেই তাৎপর্যপূর্ণ কারণ, এর আগে কখনও কোনও দেশে আশ্রয় চেয়ে এক মাসের মধ্যে এত বিপুল পরিমাণ অভিবাসনপ্রত্যাশীর আবেদন জমা পড়েনি!

আরও পড়ুন: Germany's Recession: আসছে বড় আকারের মন্দা! বিশ্ব জুড়ে কর্মীছাঁটাইয়ের আশঙ্কা...

জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৬ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশী ইইউভুক্ত দেশগুলিতে আশ্রয় চেয়েছেন! গত বছরের ফেব্রুয়ারিতে সংখ্যা ছিল ৫৪ হাজার ৩৭০। ইইউভুক্ত দেশগুলিতে সবচেয়ে বেশি আশ্রয় চেয়ে আবেদন করেছেন আফগানিস্তান ও সিরিয়ার নাগরিকেরাই। এ ছাড়া আবেদনকারী অভিবাসনপ্রত্যাশীদের ৭৭ শতাংশ স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.