সংঘর্ষের আগুন নিভছে ইউক্রেনে, ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় বিরোধীদের চুক্তি রাষ্ট্রপরতির সঙ্গে
সংঘর্ষ বন্ধের পথে একধাপ এগোল ইউক্রেন। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় বিরোধীদের সঙ্গে চুক্তিতে সই করলেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। চুক্তি অনুযায়ী এবছরই হবে সাধারণ নির্বাচন। একই সঙ্গে নতুন সংবিধান তৈরির কথাও বলা হয়েছে চুক্তিতে।
সংঘর্ষ বন্ধের পথে একধাপ এগোল ইউক্রেন। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় বিরোধীদের সঙ্গে চুক্তিতে সই করলেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। চুক্তি অনুযায়ী এবছরই হবে সাধারণ নির্বাচন। একই সঙ্গে নতুন সংবিধান তৈরির কথাও বলা হয়েছে চুক্তিতে।
তবে চুক্তির পরেও বন্ধ হয়নি অশান্তি। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। বিরোধীদের সঙ্গে প্রেসিডেন্টের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি সহ মার্কিন যুক্তরাষ্ট্র। তবে চুক্তির সমালোচনা করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের সঙ্গে বিরোধীদের চুক্তির পরপরই দুহাজার চার সালের সংবিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের সংসদ। একই সঙ্গে প্রেসিডেন্টের ক্ষমতা ছাটাইয়ের সিদ্ধান্তও নিয়েছে সেদেশের সংসদ। এরই মধ্যে শুক্রবার পুলিস এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে নিহতদের মরদেহ নিয়ে শোকমিছিল পৌছয় কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। সেখানে অসংখ্য মানুষ নিহতদের শ্রদ্ধা জানান। বুধ ও বৃহস্পতিবার ইউক্রেনে সরকার ও বিরোধীদের রক্তক্ষয়ী সংঘর্ষে মারা গিয়েছেন পঁচাত্তরজন।