আর পরতে হবে না মাস্ক-- দেশবাসীর হাতেই দায়িত্ব তুলে দিচ্ছে ব্রিটেন

তবে সব সিদ্ধান্তই নির্ভর করবে সরকারের হাতে আসা কোভিড-তথ্যের উপরে।

Updated By: Jul 5, 2021, 01:13 PM IST
আর পরতে হবে না মাস্ক-- দেশবাসীর হাতেই দায়িত্ব তুলে দিচ্ছে ব্রিটেন

নিজস্ব প্রতিবেদন: নিজের ভাল নিজে বুঝতে হবে। অনেকটা এমনই মত ব্রিটেন সরকারের। মাস্ক পরার প্রয়োজনীয়তা নিজেকেই বুঝতে হবে। —এমনই চাইছে ব্রিটেন। 

আগের মাসেই লকডাউন (Lockdown) সম্পূর্ণ ভাবে তুলে দেওয়ার ভাবনাই ছিল। কিন্তু ডেল্টা স্ট্রেনের প্রকোপে সেই সিদ্ধান্ত বাতিল করতে হল। তবে শোনা যাচ্ছে, চলতি মাসের ১৯ তারিখে লকডাউন তুলে দেওয়া হবে। সে ভাবে থাকবে না করোনা-বিধিও (coronavirus restrictions)। এমনকি বাধ্যতামূলক থাকবে না মাস্ক পরাও।

আরও পড়ুন: Gulf of Mexico: সমুদ্রে দাউদাউ করে জ্বলছে 'আগুন-চোখ'

Housing Secretary Robert Jenrick জানিয়েছেন, ১৯ জুলাই সম্পূর্ণ ভাবে লকডাউন তুলে দেওয়ার কথা ভাবছে সরকার। এ বারে সাধারণ মানুষের হাতে ব্যাপারটি ছেড়ে দেওয়া হবে। মাস্ক পরবেন কি পরবেন না, তার দায়িত্বও মানুষকেই নিতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলিতে এই ইঙ্গিত ছিলই। বলা হয়েছিল করোনা-বিধি তুলে নেওয়ার কথা ভাবছে বরিস জনসন সরকার (UK government)। তবে সরকারের তরফে দেশবাসীকে মনে করিয়ে দেওয়া হয়েছে--এবার আমরা একটা নতুন যুগে প্রবেশ করছি। ভাইরাসের সঙ্গে বসবাস করা আমাদের শিখতে হবে। সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। তবে সব সিদ্ধান্তই নির্ভর করছে সরকারের হাতে আসা কোভিড-তথ্যের উপরে। 

জার্মানি, ইটালি-সহ ইউরোপের একাধিক দেশ এর আগেই মাস্ক পরার বিধি তুলে দিয়েছে।  টিকাকরণের জোরেই তাদের এই 'স্বাধীনতা দিবস' পালনের সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্রিটেন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: করোনা থেকে 'মুক্ত' America, স্বাধীনতা দিবসে Biden-র ঘোষণা ঘিরে বিতর্ক

.