আমেরিকায় সংবাদপত্রের অফিসে হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ৫
হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন : আমেরিকার মেরিল্যান্ডে সংবাদপত্রের অফিসে হামলা। গোলাগুলির জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার পর পরই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিস। তবে কী কারণে হামলা, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।
মেরিল্যান্ড পুলিসের তরফে জানা যাচ্ছে, হামলাকারী যুবককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, সে বিষয়ে শুরু করা হয়েছে তল্লাসি। তবে কোনও জঙ্গি গোষ্ঠী এখনও ওই হামলার দায় স্বীকার করেনি বলেও জানিয়েছে পুলিস।
রিপোর্টে প্রকাশ, স্থানীয় সময় বিকেল ৩টে নাগাদ আচমকাই মেরিল্যান্ডের ক্যাপিটাল গেজেট সংবাদপত্রের অফিসে অতর্কিত হামলা চালায় এক যুবক। সংবাদপত্রের অফিসে ঢুকেই ওই যুবক এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। হামলার খবর ছড়াতেই পুলিস ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অআততায়ী যুবককে গ্রেফতার করে। তবে কী কারণে ওই যুবক হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
1 person has been taken into custody: Police on shooting that took place in a newspaper building in Maryland, United States pic.twitter.com/gDy5lEtBAb
— ANI (@ANI) June 28, 2018