Shinzo Abe shot Dead: মাত্র ১০ ফুট দূরে থেকে শিনজোকে লক্ষ্য করে গুলি আততায়ীর, প্রকাশ্যে ভিডিয়ো
গুলি চালনার পর ঘটনাস্থল থেকে পালায়নি আততায়ী টেটসুয়া ইয়ামাগামি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লড়াই করেও হার মানলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। আততায়ীর গুলিতেই শেষপর্যন্ত নিহত হলেন আবে।
শুক্রবার পশ্চিম জাপানের নারা-র এক ছোটখাটো সভায় বক্তব্য রাখছিলেন আবে। সেইসময় পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। পরপর দুটি গুলির আওয়াজ শোনা গিয়েছে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন প্রাক্তন জাপ প্রেসিডেন্ট। ভিড়ের মধ্যে গুলি চালানোর সেই ছবি ধরা পড়েছে ভিডিয়োতে।
安倍元首相の銃撃事件
至近距離で撃たれているし、散弾銃を黒テープでぐるぐる巻きにして隠している pic.twitter.com/zK7jp7dmmw
— Silver Player@FOCUS (@NEWS_PLAYER03) July 8, 2022
এদিকে, গুলি চালনার পর ঘটনাস্থল থেকে পালায়নি আততায়ী টেটসুয়া ইয়ামাগামি। পুলিসকে ওই ব্যক্তি জানিয়েছে, শিনজোর প্রতি তার প্রবল ক্ষোভ ছিল। তাই তাকে মারার জন্য নিজেই সে বন্দুক তৈরি করে ফেলে।
জাপানের এনএইচকে-র খবর অনুযায়ী আততায়ী মেরিটাইম সেল্ফ ডিফেন্সের প্রাক্তন মেম্বার। তিন বছর ওই সংস্থায় কাজ করে আততায়ী ইয়ামাগামি। প্রায় ১০ ফুর দূর থেকে আবেকে লক্ষ্য করে দুবার গুলি চালানো হয়।
আরও পড়ুন-Shinzo Abe Shot: আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে