আবার আছড়ে পড়ল হাগুপিট, তবে কিছুটা দুর্বল

Updated By: Dec 7, 2014, 06:11 PM IST
আবার আছড়ে পড়ল হাগুপিট, তবে কিছুটা দুর্বল

ফিলিপিন্সে ফের আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। শনিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে ঘূর্ণিঝড় হাগুপিট  আছড়ে পড়ে ফিলিপিন্সের উপকূল এলাকায়।  ঝড়ের গতি ছিল আনুমানিক ঘন্টায় দুশো দশ কিলোমিটার। ঝড়ের দাপটে বহু গাছপালা উপড়ে গিয়েছে। বহু বাড়ির ছাদ উড়ে গেছে। জলোচ্ছ্বাসের জেরে  সমুদ্রে পাড়ের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত বন্যার কবলে।  

মাত্র ১৩ মাস আগে সুপার টাইফুন হাইয়ানের হানায় বিধ্বস্ত হয়েছিল ফিলিপিন্স। টাকলোবান শহরেই মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের ওই এলাকায় আছড়ে পড়ল আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়। ১০ লক্ষ মানুষকে ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। ঝড়ের গতি আজ দুপুর নাগাদ কিছুটা কমেছে। তবে হাগুপিটের দাপট এখনও পর্যন্ত অব্যাহত।

শনিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে ভূখণ্ডে আছড়ে পড়ে। সেই সময় ঝড়ের গতি ছিল আনুমানিক ঘন্টায় ২১০ কিলোমিটার। ঝড়ের দাপটে বহু গাছপালা উপড়ে গিয়েছে। সমুদ্রে পাড়ের এলাকায় আছড়ে পড়েছে জলোচ্ছ্বাসও

.