পাকিস্তান সফরে হিলারি ক্লিনটন
পাকিস্তানের সঙ্গে বেড়ে চলা দূরত্ব ও কূটনৈতিক সঙ্কটের মোকাবিলা করতে আজ পাকিস্তান যাচ্ছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে জরুরি বৈঠকে কাল রাতেই কাবুল এসে পৌঁছেছেন হিলারি।
পাকিস্তানের সঙ্গে বেড়ে চলা দূরত্ব ও কূটনৈতিক সঙ্কটের মোকাবিলা করতে আজ পাকিস্তান যাচ্ছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে জরুরি বৈঠকে কাল রাতেই কাবুল এসে পৌঁছেছেন হিলারি। আজ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করবেন হিলারি। তবে সন্ত্রাসবাদের প্রশ্নে গত বেশ কিছুদিন ধরে পাকিস্তানের সঙ্গে যেভাবে আমেরিকার দূরত্ব বেড়েছে, তাতে হিলারির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশেষত, কয়েকদিন আগেই পাক সেনাপ্রধান পারভেজ আশফাক কিয়ানি আমেরিকাকে যেভাবে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তাতে হিলারির এই আচমকা সফরের গুরুত্ব আরও বেড়েছে।