মহাকাশ থেকে কেমন লাগল আন্টার্কটিকাকে দেখতে?

বরফ বরফ বরফ। চারদিকে শুধুই খালি সাদা বরফ। সেই বরফের মাঝে হুটোপাটি করছে পেঙ্গুইনের দল। আন্টার্কটিকা বললেই চোখের সামনে ভেসে ওঠে এমন ছবি। কিন্তু, মহাকাশ থেকে দেখতে কেমন লাগে এই বরফের দেশকে?

Updated By: Apr 2, 2016, 04:47 PM IST
মহাকাশ থেকে কেমন লাগল আন্টার্কটিকাকে দেখতে?

ওয়েব ডেস্ক : বরফ বরফ বরফ। চারদিকে শুধুই খালি সাদা বরফ। সেই বরফের মাঝে হুটোপাটি করছে পেঙ্গুইনের দল। আন্টার্কটিকা বললেই চোখের সামনে ভেসে ওঠে এমন ছবি। কিন্তু, মহাকাশ থেকে দেখতে কেমন লাগে এই বরফের দেশকে?

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আন্টার্কটিকার এই ছবিটি তুলেছেন টিম পেক। টুইটারে ছবিটি শেয়ার করে তিনি বলেন, "বেশ কিছুদিন অপেক্ষা করতে হল । তবে অবশেষে পেলাম। অপেক্ষা সার্থক। অসাধারণ আন্টার্কটিকা!" এর আগে মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন সময়ের, বিভিন্ন দেশ-মহাদেশের ছবি তুলেছিলেন মহাকাশচারী স্কট। সম্প্রতি দেশে পেরেন স্কট।

.