Bottle Deposit: বোতল জমা দিলেই মিলবে টাকা!

যেখানে এই ভেন্ডিং মেশিন বা কাউন্টার থাকবে সেখানেই জমা দেওয়া যাবে বোতল।

Updated By: Nov 26, 2021, 01:55 PM IST
Bottle Deposit: বোতল জমা দিলেই মিলবে টাকা!

নিজস্ব প্রতিবেদন: বোতল জমা দিলেই মিলবে টাকা। রাস্তার ধারেই রাখা মেশিন। সেখানে বোতল জমা দিলে মিলবে রসিদ। আর সেই রসিদ জমা দিলেই মিলবে টাকা। এভাবেই ধীরে ধীরে প্লাস্টিক বোতল কমানোর ড্রাইভ চলছে জার্মানিতে।

জার্মানিতে প্রায়ই দেখা যাচ্ছে, লোকজন বোতল ভরা বস্তা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছে। ব্যাপার কী? আসলে সেদেশে একটা প্রচেষ্টা শুরু হয়েছে দেশকে প্লাস্টিকমুক্ত করার। প্লাস্টিক প্যাকেজেড কোনও জিনিস কিনে পরে যে কোনও জায়গায় নির্দিষ্ট কাউন্টারে ওই ফাঁকা বোতল জমা দিলে একটি রসিদ মিলবে। ওই রসিদ জমা দিলেই টাকা।

এর পুরো কাজটাই হবে মেশিনের দ্বারা। থাকবে ভেন্ডিং মেশিন। সেখানে বোতল ঢুকিয়ে দিলে বেরিয়ে আসবে একটি রসিদ। পরে ওই রসিদ নিয়ে সংশ্লিষ্ট কাউন্টারে জমা দিলেই মিলবে টাকা। এমন নয় যে, যেখান থেকে জিনসটি কেনা হয়েছে সেখানেই বোতল জমা দিতে হবে বা সেখান থেকেই টাকা নিতে হবে। যে কোনও জায়গাতেই, যেখানে যেখানে এই ভেন্ডিং মেশিন বা কাউন্টার থাকবে সেখানেই কাজটি করা যাবে।

এই পুরো ব্যাপারটিতে উপকার হচ্ছে পরিবেশের। প্লাস্টিকের জেরে পরিবেশ-প্রকৃতির যে ক্ষতি এতদিন ধরে হচ্ছিল সেটা কমেছে।    

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: সপ্তাহে চারদিন কাজ, কমল সময়সীমাও; নয়া নিয়ম আনল এই সংস্থা

.