সন্ত্রাসবাদের হেস্তনেস্ত করার সময় এসে গিয়েছে, ট্রাম্পের সুরেই হুঙ্কার মোদীর
দুই দেশ একসঙ্গে সীমান্ত সুরক্ষায় কাজ করবে বলে জানান ট্রাম্প।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের নাম না নিয়ে হাউডি মোদীর মঞ্চে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। হুঙ্কার দিলেন, ''সন্ত্রাসের বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ের সময় হয়ে এসেছে।''
প্রধানমন্ত্রী বলেন, ''ভারত যা করছে, তাতে কিছু লোকের সমস্যা হচ্ছে, যারা নিজেদের দেশ সামলাতে পারছে না। সন্ত্রাসবাদের সমর্থক। সন্ত্রাসকে কোলেপিঠে মানুষ করে। ওদের পরিচয় গোটা দুনিয়া জানে। আমেরিকায় ৯/১১ বা মুম্বইয়ে ২৬/১১ হামলার চক্রীরা কোথায় পাওয়া যায়? সন্ত্রাসের বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ের সময় এসে গিয়েছে।''পাকিস্তানের নাম না করে মোদী আরও বলেন, ''ভারতের প্রতি ঘৃণাই ওদের রাজনীতির পুঁজি। ওরা অশান্তি চায়। সন্ত্রাসের সমর্থক।''
#WATCH PM Modi: Bharat apne yahan jo kar raha hai us'se kuch aise logon ko bhi dikkat ho rahi hai, jinse khud apna desh sambhal nahi raha hai...Be it 9/11 in US or 26/11 in Mumbai, where are the conspirators found? Time has come for a decisive battle against terrorism... pic.twitter.com/rof9m9Jvfk
— ANI (@ANI) September 22, 2019
মোদীর আগে সন্ত্রাসবাদের মোকাবিলার বার্তা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, ''দুই দেশ একসঙ্গে যুদ্ধকৌশলের মহড়া দিয়েছে। উগ্র ইসলামিক সন্ত্রাসবাদকে রুখে দেবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।'' সে কথা মনে করিয়ে মোদী সকলে উঠে দাঁড়িয়ে ট্রাম্পের মন্তব্যে হাততালি দিতে অনুরোধ করে। গোটা হল স্ট্যান্ডিং ওভেশন দেয় মার্কিন প্রেসিডেন্টকে।
দুই দেশ একসঙ্গে সীমান্ত সুরক্ষায় কাজ করবে বলে জানান ট্রাম্প। তাঁর অভিমত, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রকে একসঙ্গে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। অনু্প্রবেশ দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। সীমান্ত সুরক্ষা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি বিশ্বাস করি।
আরও পড়ুন- গোটা বিশ্বে ভারতকে শক্তিশালী করেছে আমার বন্ধু মোদী, নমোর প্রশংসায় ট্রাম্প