Bangladesh: ঢাকায় উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গুলি!
বাংলাদেশের অস্ত্র উদ্ধারে তত্পর অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, লাইসেন্সধারীরা যদি থানায় অস্ত্র ও গুলি জমা দেন, তাহলে পরেরদিন থেকে সেই অস্ত্র অবৈধ ঘোষণা করা হবে। লুন্ঠিত অস্ত্র উদ্ধার এবং লাইসেন্সধারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। এরপর মঙ্গলবার মধ্যরাত থেকে অস্ত্র উদ্ধারে নেমেছে র্যাব।
![Bangladesh: ঢাকায় উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গুলি! Bangladesh: ঢাকায় উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গুলি!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/06/490737-aars.png)
সেলিম রেজা, ঢাকা: অন্তর্বর্তী সরকারের আমলে অস্থিরতা বাড়ছে বাংলাদেশে। ঢাকায় এবার উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র! গোপন সূত্রে খবরে পেয়ে অভিযান চালাল র্যাব। পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল ৯ শটগান, ৯৮টি গুলি ও পুলিশ বেল্ট।
আরও পড়ুন: Teesta River Dispute: তিস্তার জল নিয়ে ফের আসরে বাংলাদেশ, মমতাকেও দরকার ইউনূসের!
বাংলাদেশের অস্ত্র উদ্ধারে তত্পর অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, লাইসেন্সধারীরা যদি থানায় অস্ত্র ও গুলি জমা দেন, তাহলে পরেরদিন থেকে সেই অস্ত্র অবৈধ ঘোষণা করা হবে। লুন্ঠিত অস্ত্র উদ্ধার এবং লাইসেন্সধারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। এরপর মঙ্গলবার মধ্যরাত থেকে অস্ত্র উদ্ধারে নেমেছে র্যাব।
র্যাব জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেই অভিযানেই উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের লুট হওয়া সব ধরনের অস্ত্র এবং লাইসেন্স নেওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আজ, শুক্রবার থেকে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো অভিযান চালাবে।
এদিকে তিস্তার জল নিয়ে ফের আসরে বাংলাদেশ। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বলেন, 'বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনও দেশেরই লাভ হচ্ছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাব, তাহলে এটি ভালো হত। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি না-ও হই, তাতেও সমস্যা নেই। বিষয়টির সমাধান হতেই হবে। দুই দেশের মধ্যে পানিবণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে।বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। আমরা সেই অধিকার চাই'।
আরও পড়ুন: Fish: এক পিস মাছের দাম ৭ লক্ষ টাকা! হইচই পড়ে গেল বাজারে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)