প্রধানমন্ত্রী হয়েই মোদীর পথে হাঁটলেন ইমরান খান
আর্থিক তছরূপের মামলায় বর্তমানে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মারিয়ম। অভিযোগ, শরিফ পরিবারের কালো টাকার একটা বড় অংশ গচ্ছিত রয়েছে ব্রিটেনে। সেদিক থেকে ইমরানের ফোনের কথপোকথনের তাত্পর্য খুঁজছে সেদেশের রাজনৈতিক মহল।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী হয়েই বিদেশে গচ্ছিত দেশের কালো টাকা ফেরত আনতে উদ্যোগী হয়েছিলেন নরেন্দ্র মোদী। কালো টাকার সন্ধান পেতে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে ঠিক একই পথে হাঁটলেন ইমরান খান। পাকিস্তানের কালো টাকা উদ্ধারে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে-কে সাহায্যের আবেদন জানালেন তিনি। দেশের টাকা দেশে ফেরাতে সাহায্য চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কালোটাকা নিয়ে হুঙ্কার ছাড়েন ইমরান। বলেন, দেশকে যারা লুটছে, তাদের ছাড়ব না। শনিবার সকালে ইসলামাবাদে দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ইমরান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ইমরান
আর্থিক তছরূপের মামলায় বর্তমানে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মারিয়ম। অভিযোগ, শরিফ পরিবারের কালো টাকার একটা বড় অংশ গচ্ছিত রয়েছে ব্রিটেনে। সেদিক থেকে ইমরানের ফোনের কথপোকথনের তাত্পর্য খুঁজছে সেদেশের রাজনৈতিক মহল। ইমরানের হাবে ভাবে অনেকের ধারণা, বিপদ আরও বাড়তে পারে নওয়াজ শরিফের।
শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পাক ন্যাশনাল অ্যাম্বলিতে প্রথম ভাষণে ইমরান বলেন, 'যে বদলের আশায় পাকিস্তানের মানুষ এতদিন অপেক্ষা করছিলেন আমি তাই করব। আমাদের প্রত্যেককে কড়া দায়বদ্ধ থাকতে হবে। আমি কথা দিচ্ছি, পাকিস্তানের সমস্ত কালো টাকা ফেরত আনব। যারা একাজ করেছে তাদেরও ছাড়ব না।'