প্রতিবেশীকে নিয়ে সৌদির মতোই উদ্বিগ্ন ভারত, রিয়াধে নাম না করে পাকিস্তানকে নিশানা মোদীর
বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী ইয়েমেনের সঙ্গে সংঘাত চলছে সৌদির। সেখানকার হুথি বিদ্রোহীরা এখন প্রধান মাথাব্যাথা রিয়াধের
নিজস্ব প্রতিবেদন: সৌদি আরবে গিয়ে পাক সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যমে মোদী বলেন, নিরাপত্তার ব্যাপরে সৌদি আরবের মতো প্রতিবেশীকে নিয়ে উদ্বিগ্ন ভারতও।
আরও পড়ুন-জেনে নিন ভাইফোঁটার দিন, ক্ষণ, নির্ঘণ্ট
বর্তমানে একদিনের সফরে সৌদি আরবে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আরব নিউজ-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, নিরাপত্তার ব্যাপারে প্রতিবেশীকে নিয়ে সৌদি আরবের মতো উদ্বিগ্ন ভারতও। সেদিক দিয়ে দেখতে গেলে জঙ্গিদমন, দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সৌদি আরব ও ভারত সঠিক পথেই এগোচ্ছে। এনিয়ে ভারতের নিরাপত্তা উদেষ্টার সঙ্গে সৌদি সরকারের ফলপ্রসু আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দুদেশের স্বার্থ সম্পর্কিত বেশকিছু বিষয়কে চিহ্নিত করেছে ভারত। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সহায়তার জন্য আমাদের একটি যৌথ কমিটি রয়েছে।
The Prime Minister landed in Saudi Arabia a short while ago. pic.twitter.com/l6WSNbsh7U
— PMO India (@PMOIndia) October 28, 2019
Shri @narendramodi emplanes for Riyadh, Saudi Arabia, where he will address @FIIKSA and join other programmes. pic.twitter.com/U7LX0Qad79
— PMO India (@PMOIndia) October 28, 2019
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী ইয়েমেনের সঙ্গে সংঘাত চলছে সৌদির। সেখানকার হুথি বিদ্রোহীরা এখন প্রধান মাথাব্যাথা রিয়াধের। সম্প্রতি সৌদি তেল কোম্পানি অ্যারামকোর শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ওই হামলার পেছনে রয়েছে ইয়েমেননি হুথিরা। একইভাবে পাক জঙ্গিবাদ নিয়ে বহু বছর ধরে ব্যতিব্যস্ত ভারত। গত ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪০ জওয়ান। এর সঙ্গে প্রতিদিনই নিয়ন্ত্রণরেখায় পাক গোলাগুলিতো আছেই। নাম না পাকিস্তানের এসব কথাই বলেন মোদী।
আরও পড়ুন-বাজি ফাটাতে গিয়ে হাতেই বিস্ফোরণ, উড়ে গেল যুবকের কব্জি
উল্লেখ্য, সৌদি আরব থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে ভারত। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব থেকে ১৮ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত। গ্রাহক ও বিক্রেতা সম্পর্কের বাইরেও সম্পর্ক তৈরি করতে চায় ভারত।