ইরানের বিরুদ্ধে তেল-নিষেধাজ্ঞায় সায় নেই নয়াদিল্লির

ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব মেনে ইরান থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করবে না ভারত। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় এ কথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।

Updated By: Jan 30, 2012, 02:41 PM IST

ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব মেনে ইরান থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করবে না ভারত। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় এ কথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। শিকাগোয় একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, তেহরানের উপর অর্থনৈতিক অবরোধ জোরদার করার লক্ষ্যে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন এশীয় দেশগুলির উপর ইরান থেকে তেল আমদানি নিয়ন্ত্রণের ব্যাপারে চাপ দিচ্ছে। কিন্তু ভারতের পক্ষে এই দাবি পূরণ করা সম্ভব নয়। কারণ, দেশের অভ্যন্তরীণ চাহিদার প্রায় ১২ শতাংশ মেটান হয় ইরান থেকে আমদানি করা তেলের সাহায্যে। সেই আমদানি বন্ধ করা হলে দেশের আর্থিক বৃদ্ধির হার ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। চলতি মাসের গোড়ায় আহমদিনেজাদ সরকারের তরফে কওমের শিয়া শহরে পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণার পরিপ্রক্ষিতেই এই সিদ্ধান্ত নেয় ইউরোপীয় রাষ্ট্রগোষ্ঠী। এর আগে ওবামা সরকারের তরফেও ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির মোকাবিলায় অর্থনৈতিক অবরোধ জারি করা হয়। তেহরানের বিরুদ্ধে এই জোড়া নিষেধাজ্ঞার পরিপ্রক্ষিতে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। নয়াদিল্লির কাছে যা যথেষ্ট উদ্বেগের কারণ।
ইরানের বিরুদ্ধে তেল-নিষেধাজ্ঞা জারির নীতি না মানার পাশাপাশি ওবামা সরকারের আউটসোর্সিং বিরোধী অবস্থানেরও সমালোচনা করেছেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারী, ওবামা সরকার মার্কিন বাণিজ্যসংস্থাগুলিকে আউটসোর্সিং বন্ধের ব্যাপারে উত্‍সাহ দিলে ভারতে মার্কিন লগ্নির ক্ষেত্রে তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

.