১৪ ঘণ্টা জেরার পরও ১৯ জন ভারতীয় পড়ুয়াকে আমেরিকাগামী বিমানে উঠতে দিল না এয়ার ইন্ডিয়া

হায়দরাবাদে ১৯ জন ভারতীয় পড়ুয়াকে আমেরিকাগামী বিমানে উঠতে দিল না এয়ার ইন্ডিয়া। কর্তৃপক্ষের দাবি, মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রদের হেনস্থা হওয়া থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গত সপ্তাহেই আমেরিকা পাড়ি দিয়েছিল চোদ্দোজন পড়ুয়া। বৈধ ভিসা থাকা সত্বেও স্যান ফ্রান্সিসকোয় তাঁদের আটক করে ১৪ থেকে ১৫ ঘণ্টা জেরা করে এফবিআই। তারপর তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কারণ ওই ১৪ জন সিলিকন ভ্যালির যেসব কলেজে পড়তে গিয়েছিলেন, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। এরপর মার্কিন অভিবাসন দফতর এবং ইউএস বর্ডার এজেন্সির অনুরোধে আমেরিকার কালো তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের আমেরিকাগামী বিমান থেকে নামিয়ে দেয় এয়ার ইন্ডিয়া।

Updated By: Dec 22, 2015, 11:15 AM IST
১৪ ঘণ্টা জেরার পরও ১৯ জন ভারতীয় পড়ুয়াকে আমেরিকাগামী বিমানে উঠতে দিল না এয়ার ইন্ডিয়া

ওয়েব ডেস্ক: হায়দরাবাদে ১৯ জন ভারতীয় পড়ুয়াকে আমেরিকাগামী বিমানে উঠতে দিল না এয়ার ইন্ডিয়া। কর্তৃপক্ষের দাবি, মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রদের হেনস্থা হওয়া থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গত সপ্তাহেই আমেরিকা পাড়ি দিয়েছিল চোদ্দোজন পড়ুয়া। বৈধ ভিসা থাকা সত্বেও স্যান ফ্রান্সিসকোয় তাঁদের আটক করে ১৪ থেকে ১৫ ঘণ্টা জেরা করে এফবিআই। তারপর তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কারণ ওই ১৪ জন সিলিকন ভ্যালির যেসব কলেজে পড়তে গিয়েছিলেন, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। এরপর মার্কিন অভিবাসন দফতর এবং ইউএস বর্ডার এজেন্সির অনুরোধে আমেরিকার কালো তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের আমেরিকাগামী বিমান থেকে নামিয়ে দেয় এয়ার ইন্ডিয়া।

.