সীমান্তে হত্যা সুসম্পর্কের অন্তরায়

ভারত-বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের হত্যার ঘটনা বন্ধ করতে ঢাকায় বৈঠক করলেন বিএসএফ এবং বিজিবি কর্তারা। এই ধরনের ঘটনায় যে দুদেশের সুসম্পর্ক হচ্ছে তা নিয়ে দুপক্ষই একমত।সীমান্তে সাধারণ মানুষের হত্যার ঘটনা সম্পূর্ণ বন্ধ করে ফেলার জন্য দুপক্ষই চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

Updated By: Sep 30, 2011, 10:41 PM IST

ভারত-বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের হত্যার ঘটনা বন্ধ করতে ঢাকায় বৈঠক করলেন বিএসএফ এবং বিজিবি কর্তারা।
এই ধরনের ঘটনায় যে দুদেশের সুসম্পর্ক হচ্ছে তা নিয়ে দুপক্ষই একমত।
সীমান্তে সাধারণ মানুষের হত্যার ঘটনা সম্পূর্ণ বন্ধ করে ফেলার জন্য দুপক্ষই চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে দু`দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশর গুলির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ধরনের ঘটনায় শুধু যে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তা-ই নয়, সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী দুদেশের মানুষের মধ্যেও যথেষ্ট আশঙ্কা, আতঙ্ক এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ধরনের অনভিপ্রেত ঘটনা বন্ধ করতে শুক্রবার ঢাকায় মহাপরিচালক পর্যায়ের বৈঠক করল বিএসএফ এবং বিজিবি।দুপক্ষই সীমান্তবর্তী নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা যথাসম্ভব কমিয়ে ফেলার উপরে জোর দিয়েছে।সীমান্ত দিয়ে অবৈধ চোরাচোলান, মাদক ও মানুষ পাচার, অপরাধী, সন্ত্রাসবাদ ও জাল অর্থপাচারকারীদের যাতায়াত বন্ধ করার ব্যাপারেও এ দিনের বৈঠকে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানানো হয়।

Tags:
.