সিরিয়ার ঐতিহাসিক পালমিরা মন্দির ধ্বংস করল আইসিস জঙ্গিরা
সিরিয়ার ঐতিহাসিক পালমিরা মন্দির উড়িয়ে দিল আইসিস জঙ্গিরা। গতকালই তারা এই কাজ করেছে বলে জানিয়েছে সিরিয়ার ঐতিহাসিক নিদর্শন সংক্রান্ত দফতর। যদিও ব্রিটেনে বসবাসকারী সিরিয়ার এক পর্যবেক্ষকের দাবি, মন্দিরটি ধ্বংস করে দেওয়া হয়েছে অন্তত একমাস আগেই।
ব্যুরো: সিরিয়ার ঐতিহাসিক পালমিরা মন্দির উড়িয়ে দিল আইসিস জঙ্গিরা। গতকালই তারা এই কাজ করেছে বলে জানিয়েছে সিরিয়ার ঐতিহাসিক নিদর্শন সংক্রান্ত দফতর। যদিও ব্রিটেনে বসবাসকারী সিরিয়ার এক পর্যবেক্ষকের দাবি, মন্দিরটি ধ্বংস করে দেওয়া হয়েছে অন্তত একমাস আগেই।
গত মে মাসেই পালমিরার দখল নিয়েছিল আইসিস জঙ্গিরা। গতকাল বালশামিন মন্দিরের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বিস্ফোরক জড়ো করে আইসিস। এরপরই ঘটানো হয় বিস্ফোরণ। পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বালশামিন মন্দিরের ভিতরের অংশ। থামগুলিরও ব্যাপক ক্ষতি হয়েছে। গত সপ্তাহেই পালমিরার দেখভালকারী প্রত্নতত্ত্ববিদকে গলা কেটে খুন করে আইসিস জঙ্গিরা। প্রথম খ্রীষ্টাব্দের অনন্য নিদর্শন এই বালশামিন মন্দির।