Bangladesh: সীমান্তে গুলি করে মারা হচ্ছে বাংলাদেশিদের, ভারতকে হুঁশিয়ারি দিল জামায়াতে ইসলামি

Bangladesh: জামাতের সেক্রেটারি আরও বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে

Updated By: Sep 12, 2024, 10:25 AM IST
Bangladesh: সীমান্তে গুলি করে মারা হচ্ছে বাংলাদেশিদের, ভারতকে হুঁশিয়ারি দিল জামায়াতে ইসলামি

সেলিম রেজা | ঢাকা: ভারতের বিএসএফ প্রায়ই বাংলাদেশের মানুষকে বিনা প্রয়োচনায় পাখির মতো গুলি করে হত্যা করছে। এমনটাই অভিযোগ তুলে ভারতকে সতর্ক করল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঢাকায় এক সমাবেশে ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।

আরও পড়ুন- স্কুল যাওয়ার পথে নিখোঁজ, ১১ দিন পর মায়ের কাছে ফেরাল পুলিস-স্বেচ্ছাসেবী সংস্থা

গোলাম পরওয়ার বলেন, ১ সেপ্টেম্বর রাতে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে ১৪ বছরের কিশোরী স্বর্ণা দাস নিহত হয়। সেই শোক কাটতে না কাটতেই আবার ভারতীয় বিএসএফের গুলিতে ৮ সেপ্টেম্বর গভীর রাতে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামক এক কিশোর নিহত ও ২ জন আহত হন। ওই ঘটনায় নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। ভারতের এ আচরণে বাংলাদেশের জনগণ মর্মাহত ও উদ্বিগ্ন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ভারতের বিএসএফ প্রায়ই বাংলাদেশের মানুষকে বিনা কারণে পাখির মতো গুলি করে হত্যা করছে। বিএসএফের এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
 
জামাতের সেক্রেটারি আরও বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব, ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্খিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং নিহত কিশোর জয়ন্ত সিংহ ও কিশোরী স্বর্ণা দাসের হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করবে। তা না করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেয়ার জন্য ভারত সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

অন্যদিকে, ত্রিপুরা থেকে আসা জলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে সীমান্ত অঞ্চলে বাঁধ তৈরি করতে হবে। এর জন্য যে খরচ লাগে তা জোগাড় করতে হবে। ওই বাঁধ দিলেই ভারত জব্দ হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.