Job News: এই দেশে পড়ে পড়ে কাঁদছে ১০ লক্ষ শূন্যপদ, আবেদন করলেই পাকা চাকরি

Job News: হিসেব বলছে, ২০২১ সালের মে-এর তুলনায় ২০২২ সালের মে মাসে কানাডায় তিন লক্ষ কর্মসংস্থান বেড়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি বছর ৪ লক্ষ ৩০ হাজার বিদেশী কর্মীদের কাজের সুযোগ রয়েছে কানাডায়। সংখ্যাটা সাড়ে চার লক্ষ ছাড়িয়ে যেতে পারে। সেজন্য এটা যেকোনও কর্মহীন মানুষের কাছে বড় সুযোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Updated By: Aug 7, 2022, 11:45 PM IST
Job News: এই দেশে পড়ে পড়ে কাঁদছে ১০ লক্ষ শূন্যপদ, আবেদন করলেই পাকা চাকরি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা আসার পর গোটা বিশ্বের কাছে কর্মসংস্থান একটা বড় সমস্যা। অতিমারির কোপে কর্মহারা হয়েছেন বহু মানুষ। অনেকের চাকরি গিয়েছে। কিছু সংস্থা নিজের থেকেই বন্ধ হয়ে গিয়েছে। ফলে কেবল শরীর নয়, করোনার প্রভাব পড়েছে মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানেও। এই পরিস্থিতিতেও নাকি এই বিশ্বে এমন একটা দেশ রয়েছে, যেখানে ১০ লক্ষ শূন্যপদ রয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! দেশটান নাম কানাডা। দ্য লেবার ফোর্স সার্ভে'র মে মাসের একটি সমীক্ষা বলছে, বর্তমানে সেই দেশে বিপুল কর্মসংস্থা রয়েছে।

হিসেব বলছে, ২০২১ সালের মে-এর তুলনায় ২০২২ সালের মে মাসে কানাডায় তিন লক্ষ কর্মসংস্থান বেড়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি বছর ৪ লক্ষ ৩০ হাজার বিদেশী কর্মীদের কাজের সুযোগ রয়েছে কানাডায়। সংখ্যাটা সাড়ে চার লক্ষ ছাড়িয়ে যেতে পারে। সেজন্য এটা যেকোনও কর্মহীন মানুষের কাছে বড় সুযোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

ওই দেশে বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে বলে জানা গিয়েছে। প্রফেশনাল ক্ষেত্র হোক বা সায়েন্টিফিক অথবা টেকনিক্যাল, ট্রান্সপোটেশন। এমনকী ফিন্যান্সিয়াল এবং ইনসিওরেন্স ক্ষেত্রেও চাকরির বিপুল সুযোগ রয়েছে কানাডায়। তবে নির্মাণ শিল্পে সবচেয়ে বেশি কাজের সুযোগ রয়েছে বলে বিভিন্ন সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। কেবলমাত্র এপ্রিল মাসেই নাকি নির্মাণ শিল্পে ৮৯ হাজার ৯০০ কর্মসংস্থান ছিল। গত বছরের একই মাসের তুলনায় বৃদ্ধির হার ৪৫ শতাংশ বেশি। মে মাসে ফিডং এবং লোডিং ক্ষেত্রে কর্মসংস্থান ছিল ১ লক্ষ ৬১ হাজার।        

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.