ট্রাম্পের হুঁশিয়ারির জেরেই এই ধড়পাকড়? পাকিস্তানে আটক লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ

পাকিস্তানে আটক লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ। লাহোরের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তাঁকে আটক করা হয়েছে। লস্কর প্রধানের সঙ্গে তাঁর ৫ সঙ্গীকেও আটক করা হয়েছে। 

Updated By: Jan 30, 2017, 11:11 PM IST
ট্রাম্পের হুঁশিয়ারির জেরেই এই ধড়পাকড়? পাকিস্তানে আটক লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ

ওয়েব ডেস্ক: পাকিস্তানে আটক লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ। লাহোরের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তাঁকে আটক করা হয়েছে। লস্কর প্রধানের সঙ্গে তাঁর ৫ সঙ্গীকেও আটক করা হয়েছে। 

 

পাকিস্তানের সংবাদ সংস্থার দাবি, ৬ মাসের জন্য হাফিজ সঈদকে আটক করা হয়েছে। সম্প্রতি কোয়েটায় একটি জনসভায় ভাষণ দেন সঈদ। পাক মিডিয়ার দাবি, এই ঘটনায় আইনভঙ্গের অভিযোগ আনা হয়েছে সঈদের বিরুদ্ধে। প্রশাসনের এই নির্দেশের বিরুদ্ধে আগামিকাল আদালতের দ্বারস্থ হবেন সঈদ। আচমকা সঈদকে আটক করার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। মুম্বইয়ে ছাব্বিশ এগারোর হামলার মূল চক্রী সঈদ। বহুবার ভারত তাঁর বিরুদ্ধে অভিযোগ জানালেও, তা কানে তোলেনি পাকিস্তান। জঙ্গি ঘাঁটি থাকার অভিযোগে পাকিস্তানকেও কালো তালিকাভুক্ত করার ইঙ্গিত দিয়েছে আমেরিকা। আপাতত পাকিস্তান থেকে যারা আমেরিকায় যাচ্ছেন, তাঁদের ওপর নজরদারির নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তাহলে কী ট্রাম্পের হুঁশিয়ারির জেরেই এই ধড়পাকড়? এমনই অনুমান কূটনৈতিক মহলের। 

.