জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিত
বাংলাদেশের জামাত নেতা আবদু
বাংলাদেশের জামাত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির নির্দেশ বুধবার পর্যন্ত স্থগিত হয়ে গেল। মঙ্গলবার ভারতীয় সময় রাত ১১ বেজে ৩১ মিনিটে তাঁর ফাঁসি হওয়ার কথা ছিল। ৭১ মুক্তিযুদ্ধের সময় কাদের মোল্লার বিরুদ্ধে গণহত্যা ও ধর্ষণের অভিযোগ ওঠে। যুদ্ধাপরাধী এই জামাত-এ-ইসলামি নেতাকে প্রাণদণ্ডের নির্দেশ দেয় আন্তর্জাতিক ট্রাইবুনাল।
গত রবিবারই তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে বাংলাদেশের শীর্ষ আদালত। সেইমতো মঙ্গলবার রাতে ফাঁসির সময় ধার্য হয়। কিন্তু শেষ মুহূর্তে আনা আবেদনের জেরে বুধবার পর্যন্ত ফাঁসির ওপর স্থগিতাদেশ দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট। কিন্তু ফাঁসির আদেশ কার্যকর করার দাবিতে রাতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বাংলাদেশ সরকার। বুধবার সুপ্রিম কোর্টে শুনানির পর ফাঁসি নিয়ে চূড়ান্ত রায় দেবে আদালত।