সন্ত্রাস ইস্যুতে কারজাই দুষলেন পাকিস্তানকে

পাকিস্তান সরকার যতদিন না আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা করছে,ততদিন সেখানে তালিবান ঘাঁটি নির্মূল করা যাবে না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে এই বলেই তাঁর দেশে সন্ত্রাসের জন্য পাকিস্তানকে দুষলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

Updated By: Oct 7, 2011, 10:18 PM IST

পাকিস্তান সরকার যতদিন না আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা করছে,ততদিন সেখানে তালিবান ঘাঁটি নির্মূল করা যাবে না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে এই বলেই তাঁর দেশে সন্ত্রাসের জন্য পাকিস্তানকে দুষলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
তাঁর স্পষ্ট বক্তব্য, পাকিস্তানের মদত ছাড়া তালিবানের পক্ষে একটি আঙুলও নাড়ানো সম্ভব নয়। দুহাজার চোদ্দয় তিনি ক্ষমতা ছেড়ে দেবেন বলে জানান কারজাই।
সেইসঙ্গে তিনি স্বীকার করে নেন, আফগানিস্তানের নাগরিকদের সার্বিক নিরাপত্তা দিতে পারেনি সরকার। পাকিস্তানে তালিবান জঙ্গিদের আশ্রয় শিবির ধ্বংস করার জন্য
ইসলামাবাদ সহযোগিতা করছে না বলেও ঘুরিয়ে অভিযোগ করেছেন তিনি। এই সন্ত্রাসের জন্য যে আফগান নাগরিকরাও নিরাপদে নেই, সে কথাও স্বীকার করে নিয়েছেন কারজাই। তাঁর অকপট স্বীকারোক্তি, দেশের মানুষকে সার্বিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। অন্য দিকে, শুক্রবারই ছিল ন্যাটো ফৌজের আফগানিস্তান যুদ্ধ শুরুর দশ বছর পূর্তির দিন। বেশ কয়েকটি বামপন্থী ও গণতন্ত্রপ্রেমী সংগঠনের তরফে এদিন কাবুলের রাস্তায় বিক্ষোভ মিছিল করে মার্কিন বাহিনী প্রত্যাহারের দাবি জানান হয়।

.