কাশ্মীর পাকিস্তানের অংশ, এর প্রত্যেক ইঞ্চি ভারতের থেকে ছিনিয়ে নেব: বিলাওয়াল ভুট্টো
ভারতের থেকে সমগ্র কাশ্মীরকে ছিনিয়ে নেবে পাকিস্তান। এমনটাই মন্তব্য করলেন পাকিস্তান পিপলস পার্টির নয়া প্রজন্মের নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি।
ইসলামাবাদ: ভারতের থেকে সমগ্র কাশ্মীরকে ছিনিয়ে নেবে পাকিস্তান। এমনটাই মন্তব্য করলেন পাকিস্তান পিপলস পার্টির নয়া প্রজন্মের নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি।
শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের মুলতান অঞ্চলে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিলাওয়াল।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নিহত বেনজির ভুট্টোর পুত্র ওই সভায় বলেন ''আমি সমগ্র কাশ্মীর ফিরিয়ে নেব। এক ইঞ্চিও ছেড়ে দেব না। পাকিস্তানের অনান্য রাজ্যের মত কাশ্মীরও আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ।''
বিলাওয়াল যখন এঈ বক্তব্য পেশ করছেন তখন তাঁর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও রাজা পারভেজ আশারাফ।
বিলাওয়ালের বাবা আসিফ আলি জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।