চব্বিশ ঘণ্টা ধরে ঢাকায় নিজের দফতরে বন্দি খালেদা জিয়া
প্রায় চব্বিশ ঘণ্টা হতে চলল ঢাকায় নিজের দফতরেই বন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার অফিসের প্রতিটি দরজার সামনে ইট ওবালিবোঝাই ট্রাক দাঁড় করিয়ে কার্যত অবরোধ করে রেখেছে প্রশাসন।
ওয়েব ডেস্ক: প্রায় চব্বিশ ঘণ্টা হতে চলল ঢাকায় নিজের দফতরেই বন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার অফিসের প্রতিটি দরজার সামনে ইট ওবালিবোঝাই ট্রাক দাঁড় করিয়ে কার্যত অবরোধ করে রেখেছে প্রশাসন।
অন্যদিকে, খালেদার ডাকে রাস্তায় নামা বিএনপি কর্মীদের সঙ্গে এদিন দফায় দফায় পুলিসের সংঘর্ষ হয়। গতবছর সাধারণ নির্বাচন বয়কটের ডাক দেয় বিএনপিপিসহ বেশ কয়েকটি বিরোধী দল।
তারই জেরে কার্যত অবাধে জয়ী হয়ে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ। অবিলম্বে ওই নির্বাচন বাতিলের দাবি তুলে আজ বাংলাদেশে গণতন্ত্র হত্যার দিন পালনের ডাক দেয় বিএনপি। কর্মীদের রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হওয়ার ডাক দেন বিএনপি নেত্রী খালেদা। তারই জেরে প্রশাসন তাঁকে কার্যত বন্দি করে রেখেছে বলে অভিযোগ। প্রশাসনের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।