আয়াতুল্লাহ খামেইনের রোষে রাণীর দেশ
মধ্য প্রাচ্যের জন্য ব্রিটেন আসলে 'সোর্স অফ ইভিল অ্যান্ড মিজ্যারি' বললেন ইরানের 'সুপ্রিম লিডার' আয়াতুল্লাহ খামেইন। সম্প্রতি নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মে ইরানকে 'রিজিওনাল থ্রেট' বলে চিহ্নিত করাতেই শনিবার আয়াতুল্লাহর রোষের মুখে পড়তে হল ব্রিটেনকে।
ওয়েব ডেস্ক: মধ্য প্রাচ্যের জন্য ব্রিটেন আসলে 'সোর্স অফ ইভিল অ্যান্ড মিজ্যারি' বললেন ইরানের 'সুপ্রিম লিডার' আয়াতুল্লাহ খামেইন। সম্প্রতি নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মে ইরানকে 'রিজিওনাল থ্রেট' বলে চিহ্নিত করাতেই শনিবার আয়াতুল্লাহর রোষের মুখে পড়তে হল ব্রিটেনকে।
আরও পড়ুন- ফিরে দেখা ২০১৬ : এক নজরে দুনিয়ার সেরা ৫ নিউজ মেকার
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা-তে আজ খামেইনকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "নির্লজ্জভাবে ব্রিটেন সম্প্রতি ইরানকে রিজিওনাল থ্রেট বলেছে...কিন্তু সবাই জানে যে ব্রিটেনই হল আসলে সন্ত্রাস ও দুর্নীতির উত্স।" প্রসঙ্গত, গত ৭ই ডিসেম্বর বাহরিনে একটি আলোচনা সভায় থেরিজা মে ইরানকে 'রিজিওনাল থ্রেট' বলে বর্ণনা করেছিলেন। ওই সভায় উপস্থিত ছিলেন সিরিয়া, লেবানন, ইরাকের মতো দেশগুলির প্রতিনিধিরাও।