বাচ্চাটি যেভাবে রাস্তা পারাপার করল, তাতে 'মৃত্যু আর জীবনের ফারাক ছিল মাত্র ১ সেকেন্ড'

বাইকের সাওয়ারি করতে কোন বাচ্চা না পছন্দ করে? ধুম জামানায় বাইকে চেপেই হু হু করে স্কুলে পৌঁছে যাওয়া আবার ঠিক স্কুল থেকে বাড়ি পৌঁছানো, এই রুটিন সবথেকে প্রিয় হয় বেশির ভাগ বাচ্চারই। ডানপিটে কিংবা একেবারে শান্ত, স্বভাবে তাঁরা যাই হোক, বাইক সফর তাঁদের কাছে শ্রেষ্ঠ। কিন্তু, এই বাইক সফরে এই বাচ্চা যা করল, তা তাঁর জীবনটাই কেড়ে নিত!

Updated By: May 23, 2016, 09:38 PM IST
 বাচ্চাটি যেভাবে রাস্তা পারাপার করল, তাতে 'মৃত্যু আর জীবনের ফারাক ছিল মাত্র ১ সেকেন্ড'

ওয়েব ডেস্ক: বাইকের সাওয়ারি করতে কোন বাচ্চা না পছন্দ করে? ধুম জামানায় বাইকে চেপেই হু হু করে স্কুলে পৌঁছে যাওয়া আবার ঠিক স্কুল থেকে বাড়ি পৌঁছানো, এই রুটিন সবথেকে প্রিয় হয় বেশির ভাগ বাচ্চারই। ডানপিটে কিংবা একেবারে শান্ত, স্বভাবে তাঁরা যাই হোক, বাইক সফর তাঁদের কাছে শ্রেষ্ঠ। কিন্তু, এই বাইক সফরে এই বাচ্চা যা করল, তা তাঁর জীবনটাই কেড়ে নিত!

ঘটনাটা কী হয়েছিল? সিগনালে দাঁড়িয়ে ছিল বাইক। সামনে মা, পিছনে বসে বাচ্চাটি। কখন যে বাইক থেকে নেমে গিয়েছে, জানেই না মা। শেষে সিগনাল খুলতেই গাড়ি স্টার্ট দিয়ে দেন মা, বাইকও শা করে এগিয়ে যায়। বাচ্চা থেকে যায় রাস্তার এপারেই। পরে মায়ের পিছু নিতে গিয়ে চার রাস্তার মোড়ে আটকা পড়ে বাচ্চাটি। এরপর দেখুন সেই ঝুঁকির পারাপার-

.