কুলভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার অনুমতি দিল পাক সরকার
পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল এনিয়ে বলেন, এবার ভারত এবার কী ব্যবস্থা নেয় সেটাই দেখার
নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের নির্দেশ মতো ব্যবস্থা নিতে বাধ্য হল পাকিস্তান।
আরও পড়ুন-আয়কর রিটার্ন ফাইল করতে গিয়ে তাজ্জব কাকলি ঘোষ দস্তিদার!
চরবৃত্তির অভিযোগ গ্রেফতার কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকের দেখা করার অনুমতি দিল পাক সরকার। জানিয়ে দিল পাক বিদেশ মন্ত্রক। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল এনিয়ে বলেন, এবার ভারত এবার কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।
Pakistani media: Pakistan offers consular access to Kulbhushan Jadhav tomorrow. (file pic) pic.twitter.com/M76cmyicYA
— ANI (@ANI) August 1, 2019
উল্লেখ্য, মৃত্যদণ্ডাদেশপ্রাপ্ত কুলভূষণের সাজা বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত। পাশাপাশি কুলভূষণকে ভারতীয় কূটনীতিকের সঙ্গে দেখা করার সুযোগ দিতেও বলা হয়। ফয়সল বলেন, আগেই আমরা জানিয়েছিলাম কুলভূষণকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হবে। এবার সেই প্রক্রিয়া শুরু হল।
পাক সেনা আদালতে কুলভূষণের ফাঁসির সাজা হওয়ার পর সেই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে সওয়াল করে ভারত। গত ১৭ জুলাই ১৬ সদস্যের বেঞ্চ সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে দেয়।
আরও পড়ুন-রাতারাতি বেঁচে উঠলেন ‘মৃত’ সাক্ষী, চপার দুর্নীতি মামলায় হাজিরাও দেবেন তিনি
প্রসঙ্গত, পাকিস্তানের দাবি ছিল বালোচিস্তান থেকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় কুলভূষণকে। কিন্তু ভরত বারেবারেই বলে আসছে, ব্যবসার কাজে ইরানে গিয়েছিলেন কুলভূষণ। সেখান থেকেই তাঁকে অপহরণ করে পাক সেনা।