কলম্বিয়া ও পেরুর বিভিন্ন সার্কাস থেকে উদ্ধার করা হল ৩০টি সিংহ

বন্যেরা তো বনেই সুন্দর। বন্দিজীবন থেকে অবশেষে মুক্তি। একঝাঁক পশুরাজ চলল জঙ্গলে। সার্কাসের জীবন থেকে অবশেষে খোলা হাওয়ার মাঝে। কলোম্বিয়া ও পেরুর বিভিন্ন সার্কাস থেকে উদ্ধার করা হল তিরিশটির বেশি সিংহ। দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যে শুরু হচ্ছে তাদের নতুন জীবন। দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ যাত্রার পর ক্লান্ত তারা।

Updated By: May 1, 2016, 09:21 PM IST
কলম্বিয়া ও পেরুর বিভিন্ন সার্কাস থেকে উদ্ধার করা হল ৩০টি সিংহ

ওয়েব ডেস্ক: বন্যেরা তো বনেই সুন্দর। বন্দিজীবন থেকে অবশেষে মুক্তি। একঝাঁক পশুরাজ চলল জঙ্গলে। সার্কাসের জীবন থেকে অবশেষে খোলা হাওয়ার মাঝে। কলোম্বিয়া ও পেরুর বিভিন্ন সার্কাস থেকে উদ্ধার করা হল তিরিশটির বেশি সিংহ। দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যে শুরু হচ্ছে তাদের নতুন জীবন। দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ যাত্রার পর ক্লান্ত তারা।

ইমোয়া বিগ ক্যাট স্যানচুয়ারির খোলা হাওয়ায় ওরা বেশ খোশমেজাজেই রয়েছে। দুহাজার এগারোয় পেরু এবং দুহাজার তেরোয় কলম্বিয়ায় সার্কাসে বন্য প্রাণীর খেলা নিষিদ্ধ হয়ে যায়। তারপরেই ব্যাপক ধরপাকড় চলে বিভিন্ন সার্কাসে। সেখান থেকেই উদ্ধার হয়েছে সিংহগুলি।  

 

.