Queen Elizabeth II: ফিরে দেখা রানি দ্বিতীয় এলিজাবেথের বর্ণময় জীবন
দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের মসনদে থাকা রানি। বাকিংহ্যাম প্যালেস থেকে তাঁর মৃত্যু খবর ঘোষণা করা হয়েছে। শুক্রবার অর্থাৎ আগামিকাল রানির দেহ লন্ডনে নিয়ে আসা হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের মসনদে থাকা রানি। বাকিংহ্যাম প্যালেস থেকে তাঁর মৃত্যু খবর ঘোষণা করা হয়েছে। শুক্রবার অর্থাৎ আগামিকাল রানির দেহ লন্ডনে নিয়ে আসা হবে। রানি হিসেব তাঁর দীর্ঘ জীবনে তিনি যেমন সাধারণ মানুষের কিছুটা নাগালের বাইরেই থেকেছেন তেমনি প্রাসাদে থেকেও তাঁকে ধাক্কা সামলাতে হয়েছে বেশকিছু ঘটনার। চার্লস ও ডায়নার বিচ্ছেদ। ডায়নার অস্বাভাবিক মৃত্যুর মতো বিষয়ের ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছে। দুনিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনারও সাক্ষী থেকেছেন তিন। তিনি দেখে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যা, মানুষের চাঁদে পা রাখা, বার্লিন প্রাচীরের ভাঙন ও কোভিডের মতো অতিমারী।
আরও পড়ুন: Queen Elezabeth II Dies: চিরঘুমের দেশে রানি দ্বিতীয় এলিজাবেথ, শোকাহত বিশ্ব
রানি দ্বিতীয় এলিজাবেথ
পুরো নাম- এলিজাবেথ আলেকজান্ডার মেরি
জন্ম - ২১ এপ্রিল, ১৯২৬
পিতা - ষষ্ঠ জর্জ
মাতা - এলিজাবেথ বোয়েস-লিয়ন
রাজ্যাভিষেক - ২ জুন, ১৯৫৩
চার ছেলে-মেয়ে- যুবরাজ চার্লস (৭৩) (উত্তরাধিকারী), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২) ও যুবরাজ এডওয়ার্ড (৫৮)।
১৯৩৬ সালে রাজা অষ্টম এডওয়ার্ডের পর সিংহাসনে আরোহন করেন এলিজাবেথের পিতা রাজা ষষ্ঠ জর্জ।
রাজা ষষ্ঠ জর্জের সিংহাসনে আরোহনের সময় থেকেই উত্তরাধিকারী দ্বিতীয় এলিজাবেথ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রানি ব্রিটিশ স্থলসেনাবাহিনীর নারী বিভাগ অক্সিলিয়ারি টেরিটোরিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন।
১৯৫২ সালের ফেব্রুয়ারিতে তাঁর বাব জর্জ মারা যান।
২ জুন এলিজাবেথের রাজ্যাভিষেক।
এলিজাবেথ কমনওয়েলথের প্রধান ও ৭টি কমনওয়েলথভুক্ত দেশের রেজিমেন্টের প্রধান হন।
১৯৪৭ সালের ২০ নভেম্বর গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন এলিজাবেথ।
এলিজাবেথ-ফিলিপ দম্পতির চার সন্তান।
১৯৯৭ সালে তাঁর প্রাক্তন পুত্রবধূ ডায়ানা ও প্রিন্সেস অফ ওয়েলসের মৃত্যু।
২০২২ সালে দেশজুড়ে তার রাজ্যাভিষেকের ৭০ বছর পূর্তি উদযাপন করা হয়।
রানি এলিজাবেথই সবচেয়ে দীর্ঘজীবী এবং দীর্ঘকাল শাসনকারী ব্রিটিশ শাসক
রানি এলিজাবেথ বিশ্বের ইতিহাসের দীর্ঘতম শাসনকারী নারী রাষ্ট্রপ্রধান।