পায়ুকামের অভিযোগে দোষী প্রমাণিত মালয়শিয়ার বিরোধী দলনেতা আনওয়ার ইব্রাহিম
মঙ্গলবার পায়ুকামের অভিযোগে মালয়েশিয়ার বিরোধী দলনেতা আনওয়ার ইব্রাহিমকে দোষী সব্যস্ত করল সে দেশের সর্বোচ্চ আদালত। যদিও ইব্রাহামির সমর্থকদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই ফাঁসানো হয়েছে তাঁকে।
![পায়ুকামের অভিযোগে দোষী প্রমাণিত মালয়শিয়ার বিরোধী দলনেতা আনওয়ার ইব্রাহিম পায়ুকামের অভিযোগে দোষী প্রমাণিত মালয়শিয়ার বিরোধী দলনেতা আনওয়ার ইব্রাহিম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/02/10/34688-ibrahim.jpg)
কুয়ালালামপুর: মঙ্গলবার পায়ুকামের অভিযোগে মালয়েশিয়ার বিরোধী দলনেতা আনওয়ার ইব্রাহিমকে দোষী সব্যস্ত করল সে দেশের সর্বোচ্চ আদালত। যদিও ইব্রাহামির সমর্থকদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই ফাঁসানো হয়েছে তাঁকে।
গত বছর মার্চ মাসে রাজনৈতিক সহকর্মীর সঙ্গে পায়ু কামের অভিযোগ ওঠে আনওয়ার ইব্রাহিমের বিরুদ্ধে। নিম্নআদালত তাঁকে দোষী সব্যস্ত করে। সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের রায়কেই বজায় রাখল। আজই তাঁর সাজা ঘোষণা হবে।
সমকামিতা, পায়ুকাম মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় আইনত নিষিদ্ধ। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হিসাবে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।