পাকিস্তানে ভূমিকম্প, কাঁপল দিল্লি সহ উত্তর ভারত

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৮। জিও টিভি সূত্রে জানা গিয়েছে ২ মিনিট কম্পন অনুভূত হয়। বালুচিস্তানের কাছে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে জানা গিয়েছে। মানুষ আতঙ্কে রাস্তায় চলে আসেন। পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেকে আফটার শক অনুভব করেছেন।

Updated By: Sep 24, 2013, 05:40 PM IST

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৮। স্থানীয় সময় ৪টে ২৯ নাগাদ কম্পন অনুভূত হয়। জিও টিভি সূত্রে জানা গিয়েছে ২ মিনিট কম্পন অনুভূত হয়। বালুচিস্তানের কাছে মাটির ২৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে জানা গিয়েছে। মানুষ আতঙ্কে রাস্তায় চলে আসেন। পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেকে আফটার শক অনুভব করেছেন।
ভূমিকম্পের কবলে এসেছে পাকিস্তানের বেশ কিছু শহর। করাচি, হায়দরাবাদ, লারকানা সহ অন্য সিন্ধের শহরগুলিও কেঁপে ওঠে।
কম্পন অনুভূত হয় দিল্লি সহ উত্তর ভারতেও। তবে ভারতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী)

.