Cannibalism: 'ওরা হাত-পা কেটে কেটে খেত!' খনিতে আটকে পড়ে খিদে মেটাত মানুষের মাংস খেয়ে...

Miners trapped: উদ্ধার করা হয়েছে ২৪৬ জন মাইনার্সকে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৭৮টি দেহও।

Updated By: Jan 30, 2025, 04:40 PM IST
Cannibalism: 'ওরা হাত-পা কেটে কেটে খেত!' খনিতে আটকে পড়ে খিদে মেটাত মানুষের মাংস খেয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খনিতে আটকে পড়েছিলেন একদল মাইনার্স। দিন কাটছিল উপোস করে না খেয়ে। শেষে খিদের জ্বালায় আরশোলা ধরে খায় তারা। খায় মানুষের মাংসও! সঙ্গী মাইনার্সের দেহাংশ খায় আরেক খনিকর্মী!

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। উদ্ধার করা হয়েছে ২৪৬ জন মাইনার্সকে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৭৮টি দেহও। দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত বাফেলসফনটেইন সোনার খনি থেকে উদ্ধার করা হয় তাঁদের। 

বেআইনিভাবেই খনিতেই নেমেছিল ওই মাইনার্সদের দল। তারপর আটকে পড়ে। দীর্ঘদিন না খেতে পেয়ে, শেষে খিদের তাড়নায় মৃত সঙ্গীদের দেহাংশ-ই খেতে শুরু করে তারা। জীবিত একজনের কথায়, "ওরা পা কাটত। হাত কাটত। পাঁজর কাটত। খেত। বাঁচার জন্য।"

প্রসঙ্গত বেআইনিভাবে খনিতে নামা বন্ধ করতে, প্রশাসন খনিতে জল ও অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছিল। আর তার জেরেই আটকে পড়ে ওই মাইনার্সদের দল। 

আরও পড়ুন, Pakistan man kills daughter | TikTok Videos: টিকটক ভিডিয়োয় আপত্তি! মায়ের অজান্তে পাকিস্তানে বাবা-ই কিশোরী মেয়েকে....

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.