পাকিস্তান আছে পাকিস্তানেই, গুরুদ্বারে হামলা উন্মত্ত জনতার, শিখবিরোধী স্লোগান
ঘটনায় ইমরান খানের সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারে হামলা চালাল একদল জনতা। গুরুদ্বার লক্ষ্য করে চলল ইটবৃষ্টি। একইসঙ্গে শিখ ধর্মবিরোধী স্লোগান। ওই সময় গুরুদ্বারের মধ্যে আটকে পড়েন শিখ সম্প্রদায়ের মানুষরা। ওই গুরুদ্বারটি নানকের জন্মস্থান। ঘটনায় কড়া নিন্দা করেছে ভারত সরকার। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে শিখ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাকিস্তানকে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গুরুদ্বারের দেখাশোনার দায়িত্বে থাকা এক আধিকারিকের মেয়ে জগিত কৌরকে অপহরণ করে স্থানীয় এক মুসলিম যুবক। ওই ঘটনার জেরেই গুরুদ্বার লক্ষ্য করে হামলা চালানো হয়। তখন কয়েকশো তীর্থযাত্রী ভিতরেই ছিলেন। উন্মত্ত জনতা দাবি করে, গুরুদ্বারটি বদলে করতে হবে গুলাম-ই-মুস্তাফা। নানকানা শুধুমাত্র মুসলিমরাই থাকবেন। এখানে কোনও শিখকে থাকতে দেওয়া হবে না।
#WATCH An angry mob shouts anti-Sikh slogans outside Nankana Sahib Gurdwara in Pakistan's Punjab. Earlier stones were pelted at the Gurdwara led by the family of a boy who had allegedly abducted a Sikh girl Jagjit Kaur, daughter of the Gurdwara's pathi. (Earlier visuals) pic.twitter.com/xyNkhsrhR9
— ANI (@ANI) January 3, 2020
ঘটনায় ইমরান খানের সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছে ভারত। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ধর্মীয়স্থানে এই ধরনের ধ্বংসলীলার তীব্র নিন্দা করছে ভারত। শিখ সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিক পাকিস্তান সরকার।
LIVE Footage from Nankana Sahib where an angry Muslim mob is outside Gurdwara Sahib and raising anti-Sikh slogans
I urge @ImranKhanPTI Ji to take immediate action on such communal incidents that are increasing the insecurity in the minds of Sikhs of Pak@thetribunechd @PTI_News pic.twitter.com/IlxxBjhpO2
— Manjinder S Sirsa (@mssirsa) January 3, 2020
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং বাদল টুইট করেছেন,''শরণার্থীদের নিরাপত্তায় সবরকমের ব্যবস্থা নেওয়ার জন্য ইমরানের কাছে অনুরোধ করছি। উন্মত্ত জনতার হাত থেকে ঐতিহাসিক নানকানা গুরুদ্বারকে বাঁচান।''
Appeal to @ImranKhanPTI to immediately intervene to ensure that the devotees stranded in Gurdwara Nankana Sahib are rescued and the historic Gurdwara is saved from the angry mob surrounding it.https://t.co/Cpmfn1T8ss
— Capt.Amarinder Singh (@capt_amarinder) January 3, 2020
নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন,''পাকিস্তানে ৭০ বছর ধরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। তার বিরুদ্ধে আওয়াজ তুলুন।'' পরেরদিনই পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা আবারও প্রকট হয়ে পড়ল।
আরও পড়ুন- NRC-CAA বিক্ষোভের আবহে হাসিনাকে ফোন মোদীর, ১৫ মিনিট কথা