আফগানিস্তানের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী

কাবুলে আফগানিস্তানের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদভবনটি তৈরি করে দিয়েছে ভারত সরকার। দুহাজার সাতে নির্মাণ শুরু হয়। ভবনটি তৈরিতে খরচ হয়েছে সাতশো দশ কোটি টাকা। যৌথ সংস্কৃতির নিদর্শন হিসেবে ভবনে রয়েছে মুঘল স্থাপত্যের ছোঁয়া। ভবনটিতে রয়েছে দুশো চুরানব্বই আসনের নিম্নকক্ষ বা ওলেসি জিগরা এবং একশো নব্বই আসনের উচ্চকক্ষ বা মেশরানো জিগরা। এছাড়াও প্রেসরুম ও কনফারেন্স রুম রয়েছে। সেই ব্লকটির নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে দুশো কোটি মার্কিন ডলার লগ্নি করেছে ভারত। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আফগানিস্তানে গেলেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার কারণে আগে থেকে তাঁর সফর ঘোষণা করা হয়নি। মোদীকে অভ্যর্থনা জানান, আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। একান্তে বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

Updated By: Dec 25, 2015, 04:55 PM IST
 আফগানিস্তানের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক: কাবুলে আফগানিস্তানের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদভবনটি তৈরি করে দিয়েছে ভারত সরকার। দুহাজার সাতে নির্মাণ শুরু হয়। ভবনটি তৈরিতে খরচ হয়েছে সাতশো দশ কোটি টাকা। যৌথ সংস্কৃতির নিদর্শন হিসেবে ভবনে রয়েছে মুঘল স্থাপত্যের ছোঁয়া। ভবনটিতে রয়েছে দুশো চুরানব্বই আসনের নিম্নকক্ষ বা ওলেসি জিগরা এবং একশো নব্বই আসনের উচ্চকক্ষ বা মেশরানো জিগরা। এছাড়াও প্রেসরুম ও কনফারেন্স রুম রয়েছে। সেই ব্লকটির নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে দুশো কোটি মার্কিন ডলার লগ্নি করেছে ভারত। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আফগানিস্তানে গেলেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার কারণে আগে থেকে তাঁর সফর ঘোষণা করা হয়নি। মোদীকে অভ্যর্থনা জানান, আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। একান্তে বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

 

.