টেক অফ থামাল ইঁদুর

যাত্রীরা সব নিজেদের আসনে, পাইলটও ককপিটে এবং কেবিন ক্রু রাও উঠে গিয়েছেন প্লেনে, কিন্তু তবুও টেক অফ করতে পারল না British Airways-এর উড়োজাহাজ। কারণ, একটি ইঁদুর ঢুকে বসে রয়েছে যে প্লেনের মধ্যে।

Updated By: Mar 2, 2017, 09:30 PM IST
টেক অফ থামাল ইঁদুর
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: যাত্রীরা সব নিজেদের আসনে, পাইলটও ককপিটে এবং কেবিন ক্রু রাও উঠে গিয়েছেন প্লেনে, কিন্তু তবুও টেক অফ করতে পারল না British Airways-এর উড়োজাহাজ। কারণ, একটি ইঁদুর ঢুকে বসে রয়েছে যে প্লেনের মধ্যে।

এমন সময়ে এক রসিক ক্রু হাতে নিলেন মাইক। বলে উঠলেন, "একটি ইঁদুর উঠে গিয়েছে প্লেনে...কিন্তু তিনি সম্ভবত ইউএস এয়ার স্পেসে পৌঁছতে পারবেন না। কারণ সঠিক পাসপোর্ট ছাড়া তো তা অসম্ভব। আর তাই তাঁকে বাদ দিতে আরেকটি অন্য প্লেনে আমাদের চড়তে হবে এবং এজন্য ঘন্টা চারেক দেরী হবে উড়ানের উড়তে"। সত্যি হয়ও তাই।  তবে এই বিলম্বের জন্য যাত্রীরা মোটেই ক্ষুব্ধ হননি। অবশ্য তার সম্পূর্ণ কৃতিত্ব ওই সুরসিক কেবিন ক্রুরই, বলছেন যাত্রীরা। পরে বিমান পরিষেবা সংস্থার তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে ওই 'অনিচ্ছাকৃত ত্রুটি'র জন্য। (আরও পড়ুন- আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ, প্রমাদ গুনছেন পোপ ফ্রান্সিস)

.