ভারত সেনা সরালেই Kashmir আর একটা আফগানিস্তান হয়ে উঠবে, ব্রিটেনের সংসদে বললেন সাংসদ
ব্রিটেনের হাউস অব কমেন্সে কাশ্মীরে মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আলোচনার প্রস্তাব দেন পাক বংশোদ্ভূত সাংসদ ডেবি আব্রাহাম।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় সেনাবাহিনী থাকায় জম্মু ও কাশ্মীর তালিবান-শাসিত আফগানিস্তানে পরিণত হয়নি। ব্রিটেনের হাউস অব কমেন্সে উপত্যকায় মানবাধিকার নিয়ে বিতর্কে ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান (Bob Blackman)। তিনি বলেন,''ভারত সেনা প্রত্যাহার করে নিলে কাশ্মীরে গণতন্ত্র রাখতে দেবে না ইসলামিক শক্তি।''
ব্রিটেনের হাউস অব কমেন্সে কাশ্মীরে মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আলোচনার প্রস্তাব দেন পাক বংশোদ্ভূত সাংসদ ডেবি আব্রাহাম। পাকিস্তান থেকে তাঁকে অর্থ পাঠানো হয় বলে অভিযোগ। গতবছর ফেব্রুয়ারিতে অবৈধ ভিসা নিয়ে ভারতে আসায় তাঁকে পত্রপাঠ বিদায় করেছিল কেন্দ্র। এ দিন বিতর্কে ব্ল্যাকম্যান (Bob Blackman) জানান, একাধিক সন্ত্রাসী হামলা হয়েছে জম্মু-কাশ্মীরে। মানুষকে নির্বিচারে মারা হয়েছে, জোর করে ধর্মান্তরণ করেছে উগ্র ইসলামিক সন্ত্রাসীরা। তাঁর ব্যাখ্যা,''কাশ্মীর উপত্যকায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, জম্মুতে হিন্দুর সংখ্যা বেশি আর লাদাখে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। ঐতিহাসিকভাবে হিন্দু, শিখ, খৃষ্ট্রান, মহিলা ও শিশুরা অত্যাচারের শিকার। ভারতীয় সেনার জন্যেই কাশ্মীর আর একটা তালিবানি আফগানিস্তান হয়ে ওঠেনি।''
ব্রিটিশ সাংসদ আরও বলেন,''নিজের চোখেই দেখুন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর কী হাল হয়েছে। নিরাপত্তা না থাকলে জম্মু-কাশ্মীরেও ইসলামিকরা ঢুকে পড়বে, আর গণতন্ত্রকে মুছে দেবে। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেখানে আইনত তাদেরই অধিকার।''
আরও পড়ুন- Covid-19: একে অপরের টিকা শংসাপত্রকে স্বীকৃতি দেওয়া উচিত, আসরে নামলেন PM Modi