Myanmar Earthquake: নবমীর সকালে ফের কাঁপল মাটি, ৪.৩ মাত্রার ভূমিকম্পে নেই হতাহতের খবর
এনসিএস অনুসারে, ভূমিকম্পটি সকাল ৬.২৯ মিনিটে ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে আঘাত হানে। গতকাল রিখটার স্কেলে ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে কেঁপে ওঠে মাটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে সোমবার সকাল ৬.২৯ মিনিটে মিয়ানমারে রিখটার স্কেলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
এনসিএস অনুসারে, ভূমিকম্পটি সকাল ৬.২৯ মিনিটে ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তার হ্যান্ডেল থেকে পোস্ট করে, এনসিএস জানিয়েছে, ‘ভূমিকম্প: ৪.৩ মাত্রার, ২৩.১০.২০২৩ তারিখে ভারতীয় সময় ৬:২৯:১৬ মিনিটে, ২৩.৩০ অক্ষাংশ এবং ৯৪.০৩ দ্রাঘিমাংশে, ৯০ কিমি গভীরতা, অবস্থান : মায়ানমার’।
Earthquake of Magnitude:4.3, Occurred on 23-10-2023, 06:29:16 IST, Lat: 23.30 & Long: 94.03, Depth: 90 Km ,Location: Myanmar, for more information Download the BhooKamp App https://t.co/82ukiWyeHo@ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @Ravi_MoES @KirenRijiju pic.twitter.com/3VeRwUn7Mw
— National Center for Seismology (@NCS_Earthquake) October 23, 2023
গতকাল রিখটার স্কেলে ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে কেঁপে ওঠে মাটি।
এছাড়াও, রবিবার নেপালের রাজধানীর কাছে পাহাড়ি ধাদিং জেলায় একটি ৫.২ মাত্রার ভূমিকম্প এবং কিছু আফটারশক প্রায় দুই ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রাথমিক মাত্রা জানিয়েছে ৬.১। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা ২৪.৭ কিলোমিটার (১৫.৪ মাইল) গভীরতায় ৫.২ মাত্রার ভুমিকম্পের কথা বলেছে ভরতপুরের কাছে।
ভারতের সিসমোলজি সেন্টারের মতে, রবিবারের পরে ৪.৩, ৪.১ এবং ৩.৮ মাত্রার তিনটি কম্পন এই অঞ্চলে আঘাত হানে।
জানা গিয়েছে, বাগমতি এবং গন্ডাকি প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, ধাদিং-এর সংলগ্ন গোর্খা জেলায় একজন মহিলা একটি দোতলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আহত হয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)