জাপান ভেসে আসা 'ভৌতিক' জাহাজে কঙ্কাল আর ভয় ধরানো জিনিসে ঠাসা
কঙ্কালে ভর্তি জাহাজ ভেসে এল জাপানে। অন্তত পক্ষে ১২টি জাহাজ ২ মাস ধরে ভাসছিল জাপানের সমুদ্রে।
ওয়েব ডেস্ক: কঙ্কালে ভর্তি জাহাজ ভেসে এল জাপানে। অন্তত পক্ষে ১২টি জাহাজ ২ মাস ধরে ভাসছিল জাপানের সমুদ্রে।
একটি সূত্র থেকে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝিতে মোট ১১টি জাহাজ ভাসতে ভাসতে চলে আসে জাপানে। যেখানে মোট ২৫টি কঙ্কাল ছিল। এছাড়া তার মধ্যে এমন দুটি কঙ্কাল ছিল যার মুণ্ডু ছিল না। আবার ৬টি কঙ্কালের মুণ্ডু থাকলেও ছিল না ধর। জাহাজের মাথায় উত্তর কোরিয়ার পতাকা লাগানো ছিল। যা থেকে প্রাথমিকভাবে অনুমান করা যায় জাহাজগুলি এসেছিল উত্তর কোরিয়া থেকে। এছাড়া সব থেকে বড় ব্যাপার হল জাহাজগুলিকে দেখে মনে হয় অনেক পুরনো দিনের জাহাজ। যার বডি তৈরি কাঠ দিয়ে এবং যা খুবই ভারী ও পুরনো। জাহাজের ইঞ্জিনগুলি ছিল খুবই কমজুরি যা কখনওই খুব বেশি তাড়াতাড়ি যেতে পারবে না।
অবশ্য জাহাজের মধ্যে থেকে মাছ ধরার বহু সরঞ্জাম পাওয়া গিয়েছে। যার থেকে অনুমান করা হয়েছে, মাছ ধরতে গিয়ে ইঞ্জিন খারাপ হওয়ার জন্য অথবা আবহাওয়া খারাপের জন্য সম্ভবত প্রাণ হারিয়েছেন মানুষগুলি। কিন্তু কবে থেকে জাহাজগুলি ভাসছে জলে তার হদিস এখনও পর্যন্ত পাওয়া যায় নি।