মহাকাশে রেকর্ড গড়ে মাটিতে ফিরলেন মার্কিন পেগি

Updated By: Sep 3, 2017, 12:00 PM IST
মহাকাশে রেকর্ড গড়ে মাটিতে ফিরলেন মার্কিন পেগি

ওয়েব ডেস্ক: মার্কিনি হিসাবে সব থেকে বেশি দিন মহাকাশে থাকার রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারী পেগি হুইসটন। রবিবার কাজাখস্তানে সয়ুজ মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অবতরণ করেন তিনি। মোট ৬৬৫ দিন মহাকাশে পাঠানোর পর নির্বিঘ্নেই অবতরণ করেছেন পেগি।

৫৭ বছর বয়সি পেগি তিন দফায় মোট ৬৬৫ দিন মহাকাশে ছিলেন। জৈবরসায়ন বিশেষজ্ঞ এই মহাকাশকারী দির্ঘ মহাকাশযাপনে প্রচুর গবেষণায় অংশগ্রহণ করেছেন। একাধিক স্পেস ওয়াকও করেছেন তিনি। শেষ দফায় ৯ মাস মহাকাশে ছিলেন তিনি। তাঁকে 'মার্কিন স্পেস নিনজা' বলে ডাকেন সহকর্মীরা। মহাকাশে থাকার অভিজ্ঞতাকে তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে জানিয়েছে পেগি।

আরও পড়ুন - মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ ৯, পদোন্নতি ৪ মন্ত্রীর

এর আগে সর্বমোট ৫৩৪ দিন মহাকাশে থাকার রেকর্ড ছিল মার্কিন মহাকাশচারীর। সেই রেকর্ড ভাঙলেন পেগি। তবে রুশ মহাকাশচারীদের থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন তিনি। মহাকাশে সব থেকে বেশি দিন কাটানোর রেকর্ড রয়েছে রুশ মহাকাশচারী জেনাডা পেডেলকার কাছে মোট ৮৭৮ দিন মহাকাশে কাটিয়েছেন তিনি। থেকেছেন রুশ মহাকাশ স্টেশন মির ও অন্তর্জাতিক মহাকাশ স্টেশন, দুই জায়গাতেই।

তবে পেগির কৃতিত্বও কিছু কম নয়। প্রথম মহিলা হিসাবে ১৯৯৬ সালে মহাকাশ স্টেশনের কম্যান্ডারের দায়িত্ব পান তিনি। পাইলট নন এমন ব্যক্তি হিসাবে প্রথম নাসার মহাকাশচারীদের নেতৃত্ব দেন পেগি হুইসটন। 

.