সেলে টিভি-এসি! ‘বি’ ক্লাস বন্দি হিসেবে জেলে প্রথম রাত কাটল শরিফের
পাকিস্তানে বি ক্লাস বন্দিরা বেশকিছু সুবিধা পেয়ে থাকেন। তারা জেলে টিভি, এসিও বসাতে পারেন। নিতে পারেন খবরের কাগজ
নিজস্ব প্রতিবেদন: ‘বি’ ক্লাস বন্দি হিসেবে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রথম রাত কাটালেন নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম শরিফ। লন্ডন থেকে ফিরতেই দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজকে শুক্রবার গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-মেধাতালিকা প্রকাশ করল প্রেসিডেন্সি, তবুও অব্যাহত পড়ুয়া বিক্ষোভ
পাকিস্তানে বি ক্লাস বন্দিরা বেশকিছু সুবিধা পেয়ে থাকেন। তারা জেলে টিভি, এসিও বসাতে পারেন। নিতে পারেন খবরের কাগজ। এর খরচ অবশ্য তাদের নিজেদের বহন করতে হয়। পাক মিডিয়ার খবর, ইসলামাবাদে কোনও গেস্ট হাউসে তাদের রাখা হতে পারে। সেই গেস্ট হাউসকেই জেল বলে গণ্য করা হবে।
বি ক্লাসের বন্দিদের সাধারণত সশ্রম কারাদণ্ড হয় না। এরা সি ক্লাসের বন্দিদের শিক্ষায় সাহায্য করে থাকেন। এ ও বি ক্লাস বন্দিদের ঘরে সাধারণভাবে থাকে একটি খাটিয়া, একটি টি পট, একটি লন্ঠন, চেয়ার, একটি তাক, কাপড়কাচার সরঞ্জাম।
আরও পড়ুন-ঝাঁ চকচকে তিন তলা বাড়ির পুরোটাই এসি , শপিং মল নয়, এটা তৃণমূলের পার্টি অফিস
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নওয়াজের লন্ডনে ৪টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে পাক তদন্তকারীরা। পাক আদালত ইতিমধ্যেই ওই মামলায় নওয়াজের ১০ বছর ও মরিয়মের ৭ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে।