এবার কি 'ডাচ বিনিয়োগ' বাংলার শিল্পে?

''সব সুবিধা দেবে সরকার। বাংলায় আসুন। বিনিয়োগ করুন।'' হেগ-এ শিল্প সম্মেলনে আহ্বান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের বৃহত্তম বণিক সংগঠন VNO NCW-এর কর্তারা। অন্যদিকে, বাংলায় লগ্নি নিয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা। সম্মেলনে অংশ নেন রাজ্যের শিল্পপতিরাও। তাঁদের কাছ থেকেই বাংলায় লগ্নির অভিজ্ঞতার কথা শোনেন ডাচ শিল্পপতিরা।

Updated By: Jun 21, 2017, 10:50 PM IST
এবার কি 'ডাচ বিনিয়োগ' বাংলার শিল্পে?

ব্যুরো : ''সব সুবিধা দেবে সরকার। বাংলায় আসুন। বিনিয়োগ করুন।'' হেগ-এ শিল্প সম্মেলনে আহ্বান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের বৃহত্তম বণিক সংগঠন VNO NCW-এর কর্তারা। অন্যদিকে, বাংলায় লগ্নি নিয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা। সম্মেলনে অংশ নেন রাজ্যের শিল্পপতিরাও। তাঁদের কাছ থেকেই বাংলায় লগ্নির অভিজ্ঞতার কথা শোনেন ডাচ শিল্পপতিরা।

আরও পড়ুন- বাংলার ফুটবলে এবার ডাচ টাচ; উদ্যোগ মুখ্যমন্ত্রীর

কেন বাংলায় লগ্নি করবেন? ডাচ বিনিয়োগকারীদের কাছে তা জানালেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তাঁরা আসতে চান। জানালেন নেদারল্যান্ডসের বৃহত্তম বণিক সংগঠন VNO-NCW-এর প্রেসিডেন্ট। পাশাপাশি, রাজনৈতিক ডামাডোল না থাকায় পশ্চিমবঙ্গে লগ্নির নিরাপত্তা নিয়ে সমস্যা নেই। ডাচ বণিকমহলকে বঙ্গে বিনিয়োগের আহ্বান জানিয়ে বললেন ভারতীয় রাষ্ট্রদূত।

.