পাকিস্তানের নতুন সেনা প্রধান, লেফটেন্যান্ট জেনারেল কমর জাভেদ বাজওয়া

পাকিস্তানের ১৬তম সেনা প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল কমর জাভেদ বাজওয়া (Lieutenant General Qamar Javed Bajwa)। নভেম্বরের ২৯ তারিখ রাহিল শরিফের উত্তরসুরি হিসাবে তাঁর হাতে দায়িত্ব ন্যস্ত করবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

Updated By: Nov 26, 2016, 07:48 PM IST
পাকিস্তানের নতুন সেনা প্রধান, লেফটেন্যান্ট জেনারেল কমর জাভেদ বাজওয়া

ইসলামাবাদ: পাকিস্তানের ১৬তম সেনা প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল কমর জাভেদ বাজওয়া (Lieutenant General Qamar Javed Bajwa)। নভেম্বরের ২৯ তারিখ রাহিল শরিফের উত্তরসুরি হিসাবে তাঁর হাতে দায়িত্ব ন্যস্ত করবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

লেফটেন্যান্ট জেনারেল কমর জাভেদ এর আগে পাক সেনাবাহিনীর ইনসপেক্টর জেনারেল অফ ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং(হেড কোয়ার্টার)-এর মতো দায়িত্বশীল পদ সামলেছেন। এর মধ্যে পাক সেনার শীর্ষ মহলে আরেকটি উল্লেখযোগ্য রদবদল হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল জুবির মহম্মদকে জয়েন্ট চিফ অফ স্টাফ কিমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন- পাকিস্তানে এরপর কার হাতে থাকবে পরমাণু শক্তির স্টিয়ারিং?

আন্তর্জাতীক মহল মনে করছে, নতুন পাক সেনা প্রধানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের মোকাবিলা। কারণ, উরি হামলা ও সার্জিক্যাল অ্যাটাক পরবর্তী সময়ে সীমান্তে যেভাবে ভারত-পাক উত্তেজনা বেড়েছে, তাতে নতুন সেনা প্রধানকে দক্ষ হাতে সামলাতে হবে দেশকে।

আরও পড়ুন- পাক-তুর্কিদের দেশ ছাড়ার আদেশ পাক সরকারের

.