North Korea: এবার 'সুনামি'কে অস্ত্র করে যুদ্ধ? সমুদ্রের নীচ দিয়ে হামলা চালাবে পরমাণু অস্ত্রবাহী ড্রোন...

North Korea: 'সুনামি'কে অস্ত্র করে যুদ্ধ? না, তা নয়। তবে শব্দের অর্থ ধরলে প্রায় তাই-ই। নতুন যে অস্ত্রের পরীক্ষা কিম জন উনের দেশ করেছে তার নামের অর্থ সেটাই। পরমাণু অস্ত্রবহনকারী ড্রোন পরীক্ষা করল উত্তর কোরিয়া। সমুদ্রের নীচ দিয়ে হামলা চালাতে পারবে এটি। এর নাম-- 'হায়েলি-২'। উত্তর কোরীয় ভাষায় 'হায়েলি' শব্দের অর্থ সুনামি!

Updated By: Apr 8, 2023, 01:13 PM IST
North Korea: এবার 'সুনামি'কে অস্ত্র করে যুদ্ধ? সমুদ্রের নীচ দিয়ে হামলা চালাবে পরমাণু অস্ত্রবাহী ড্রোন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরের পর অস্ত্রপরীক্ষা করে চলেছে কিম জন উনের দেশ। এবার পরমাণু অস্ত্রবহনকারী ড্রোন পরীক্ষা করল উত্তর কোরিয়া। সমুদ্রের নীচ দিয়ে হামলা চালাতে পারবে এই ড্রোন। নাম-- 'হায়েলি-২'। শনিবার এই ড্রোনের পরীক্ষা করে আর একবার শক্তিপ্রদর্শনের চেষ্টা করল উত্তর কোরিয়া তথা এর প্রশাসক কিম জং উন। এর আগে 'হায়েলি-১' ড্রোনের সফল পরীক্ষা করেছে তারা। এর ঠিক এক সপ্তাহের মধ্যেই 'হায়েলি-২' ড্রোনের পরীক্ষা চালাল তারা। 

আরও পড়ুন: Bangladesh: রাতভর গুলির লড়াই! মৃত ৮; বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ?

জানা গিয়েছে, ৪-৭ এপ্রিল নাগাদ এই পরীক্ষা চালানো হয়েছে। অনেকদিন ধরেই সমুদ্রের নীচ দিয়ে হামলা চালানোর ক্ষেত্রে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করে আসছিল উত্তর কোরিয়া। অবশেষে তা সাফল্যের মুখ দেখল। 'হায়েলি ২' ড্রোনের রেঞ্জও বাড়ানো হয়েছে। এটি ৭১ ঘণ্টা ৬ মিনিটে ১০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে। সমুদ্রের জলের নীচে কালো রঙের টর্পেডোর আকারে তৈরি করা হয়েছে এই ড্রোনটি।

আরও পড়ুন: WHO Asks Beijing: এতদিনে জানা গেল করোনার আসল উৎস! কার দিকে আঙুল তুলল 'হু'? কে দায়ী?

সামুদ্রিক ড্রোনের পরীক্ষার পরই জোর আলোচনা চলছে, তা হলে কি ইতিমধ্যেই সমুদ্রে এই ধরনের ড্রোন মোতায়নে করেছে কিমের দেশ? জানা গিয়েছে, যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনও রকম হামলার চেষ্টা করা হয়, তা হলে তা রুখে দেওয়ার চেষ্টা করা হবে। এবং সেজন্য পুরোপুরি প্রস্তুত তারা।

দেখতে গেলে প্রায় প্রতিদিনই কিছু না কিছু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। দিনকয়েক আগেই স্বল্প পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) উৎক্ষেপণ করেছিল তারা। এবার ড্রোন 'হায়েলি-২'। উত্তর কোরীয় ভাষায় 'হায়েলি' শব্দের অর্থ সুনামি। তা হলে কি এবার সুনামিকে অস্ত্র করে যুদ্ধের মহড়া শুরু? নাকি নামটির অন্য ব্যঞ্জনা আছে? সময়ই বলবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.