লিবিয়াতে ২১ জন মিশরীয় ক্রিশ্চানের শিরশ্ছেদের ভয়াবহ ভিডিও প্রকাশ করল আইসিস
নিজেদের হিংস্রতার আরও এক ভয়াবহ নমুনা পেশ করল ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস। লিবিয়াতে এক সঙ্গে ২১ জন মিশরীয় ক্রিশ্চানের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করল তারা। গত বছর এই মিশরীয়দের অপহরণ করেছিল আইসিস।
![লিবিয়াতে ২১ জন মিশরীয় ক্রিশ্চানের শিরশ্ছেদের ভয়াবহ ভিডিও প্রকাশ করল আইসিস লিবিয়াতে ২১ জন মিশরীয় ক্রিশ্চানের শিরশ্ছেদের ভয়াবহ ভিডিও প্রকাশ করল আইসিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/02/16/34921-isis.jpg)
ওয়েব ডেস্ক: নিজেদের হিংস্রতার আরও এক ভয়াবহ নমুনা পেশ করল ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস। লিবিয়াতে এক সঙ্গে ২১ জন মিশরীয় ক্রিশ্চানের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করল তারা। গত বছর এই মিশরীয়দের অপহরণ করেছিল আইসিস।
আগের ভিডিওগুলির মত এই গণহত্যার ভিডিওটিতেও দেখা যাচ্ছে সব বন্দীদের পরণেও কমলা রঙের পোষাক। যদিও এই ভিডিওটিতেই দেখা যাচ্ছে গণহত্যাকারী জঙ্গি বাঁহাতি।
SITE ইন্টেলিজেন্স গ্রুপ এই নৃশংস ভিডিওর কিছু স্টিল ছবি টুইট করেছে।
এই ভিডিও প্রকাশের পর আইসিস-এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল-সিসি। তিনি প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন।