লাদেনের মৃত্যুবার্ষিকীতে আফগান যুদ্ধে ইতি টানার ডাক ওবামার
ওসামার মৃত্যবার্ষিকীতে আফগানিস্তানে যুদ্ধে ইতি টানার ডাক দিলেন ওবামা। মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে আগাম খবর ছাড়াই মঙ্গলবার আফগানিস্তানে হাজির হন বারাক হুসেইন ওবামা। তারই ফাঁকে দেখা করলেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনার সঙ্গেও।
ওসামার মৃত্যবার্ষিকীতে আফগানিস্তানে যুদ্ধে ইতি টানার ডাক দিলেন ওবামা। মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে আগাম খবর ছাড়াই মঙ্গলবার আফগানিস্তানে হাজির হন বারাক হুসেইন ওবামা। তারই ফাঁকে দেখা করলেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনার সঙ্গেও। সেই সাক্ষাতেই আফগান যুদ্ধের ইতি টানার ঘোষণাটা করেন ওবামা। এই ঘোষণার আড়ালেই রয়েছে তাঁর ভোটমুখী রাজনীতি। নভেম্বরে নির্বাচনের আগে আফগানিস্তানে তালিবান জঙ্গিদের ভিত আলগা করার মতো ইস্যুগুলিকে নতুন করে নিজের কৃতিত্বের ঝুলিতে ভরে নিতে ওসামা বিন লাদেনের মৃত্যুর দিনটিকেই বেছে নিলেন ওবামা।
মার্কিনিদের উদ্দেশ্যে বার্তা দিতে চাইলেন, আফগানিস্তানে যুদ্ধে ইতি টানতে চাইছেন তিনি। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সেই প্রত্যয়ের সুর স্পষ্ট ছিল ওবামার গলায়। তালিবান জঙ্গিরা হিংসার পথ থেকে সরে আসলে শান্তি আলোচনার পথ খুলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে, ২০১৪-র পর ঘোষিত নীতি অনুযায়ী মার্কিন সেনা সরে আসার পর আফগান সেনা যাতে সন্ত্রাস মোকাবিলা করতে পারে, সেবিষয়ে কারজাই প্রশাসনকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ওবামা।