ত্রিপোলি থেকে 'উধাও' হওয়া বিমানকে কাজে লাগিয়ে ৯/১১ কায়দায় আমেরিকায় ফের হবে হামলা!
ওয়েব ডেস্ক: ত্রিপোলি বিমানবন্দর থেকে ১১টি বিমানের কোনও খোঁজ নেই। মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট সেইসব বিমানগুলি নাশকতায় ব্যবহার করার হবে বলে অপহরণ করে নিয়ে গিয়েছে ইসলামিক জঙ্গিরা। এই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ২০০১ সালে ৯/১১-এর কায়দায় মার্কিন মুলুকে ফের হামলা হবে। আগামী ১১ সেপ্টেম্বর এই হামলা চালনা হবে বলে মার্কিন গোয়েন্দা রিপোর্টে প্রকাশ। হামলার আশঙ্কায় গোয়েন্দারা সতর্কবার্তাও পাঠিয়েছেন।
আগামী ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার ১৩ তম বার্ষিকী। সেই দিনেই নাকি ত্রিপোলি থেকে অপহূত বিমানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বহুতম বাড়িতে 9/11-এর কায়দায় হামলা চালানো হবে। দু বছর আগে লিবিয়ায় ১১ সেপ্টেম্বরেই মার্কিন দূতাবাসের ওপর হামলা চালানো হয়। এই জঙ্গি হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স সহ চার মার্কিন মারা যান।
গত ২৫ অগাস্ট লিবিয়ার রাজধানী লিবিয়ার ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে দখল করে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহীরা। বিমানবন্দরের দখল নেওয়ার পর বেশ কয়েকটি বিমান ধ্বংস করে দেয় তারা। কিছু বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। মার্কিন গোয়েন্দাদের ধারনা সেইসব বিমানকেই আগামী ১১ সেপ্টেম্বর হামলার কাজে লাগানো হবে।