একজন স্বামীর ১৩ জন স্ত্রী একসঙ্গে সন্তানসম্ভবা!
এমন আজব ঘটনা শুনেছেন কখনও? একটা নয়, দুটো নয়। ১৩ জন বউ নিয়ে ঘর করেন তিনি! এতেই চমকাবেন না। এবার একসঙ্গে অন্তত ১৩ সন্তানের বাবাও হতে চলেছেন তিনি। না, সিনেমার কোন গল্প নয়। বাস্তবেই এমন অদ্ভূত কাণ্ড ঘটিয়ে রেকর্ড করেছেন এক ব্যক্তি।
![একজন স্বামীর ১৩ জন স্ত্রী একসঙ্গে সন্তানসম্ভবা! একজন স্বামীর ১৩ জন স্ত্রী একসঙ্গে সন্তানসম্ভবা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/03/54648-13maa3-5-16.jpg)
ওয়েব ডেস্ক: এমন আজব ঘটনা শুনেছেন কখনও? একটা নয়, দুটো নয়। ১৩ জন বউ নিয়ে ঘর করেন তিনি! এতেই চমকাবেন না। এবার একসঙ্গে অন্তত ১৩ সন্তানের বাবাও হতে চলেছেন তিনি। না, সিনেমার কোন গল্প নয়। বাস্তবেই এমন অদ্ভূত কাণ্ড ঘটিয়ে রেকর্ড করেছেন এক ব্যক্তি।
ওই ব্যক্তি ১৩ জনকে বিয়ে করেছিলেন। এখন তাঁর স্ত্রীরা সকলেই সন্তানসম্ভবা। এবং একসঙ্গেই! তাঁর স্ত্রীদের দাবি, তাঁরা তাঁদের স্বামীকে খুবই ভালোবাসেন। এছাড়া একসঙ্গে এই সুখবরে তাঁরা খুবই খুশি। শুধু তাই নয়, ছবিতে একজন স্বামীকে নিয়ে তাঁর ১৩ স্ত্রী ক্যামেরার সামনে পোজও দিয়েছেন। ইতিমধ্যে ছবিটা তো আপনি দেখেই ফেলেছেন। নিন, আরও একবার ভালোকরে ছবিটা দেখে অবাক হয়ে যান।