Fire in Vietnam: সরু গলির ভিতরে ন'তলা অ্যাপার্টমেন্ট টাওয়ারে আগুন, মৃত ৫০...

Fire in Vietnam: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি ন'তলা অ্যাপার্টমেন্ট টাওয়ারে আগুন লেগে ৫০ জনের মৃত্যু ঘটল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।

Updated By: Sep 13, 2023, 01:47 PM IST
Fire in Vietnam: সরু গলির ভিতরে ন'তলা অ্যাপার্টমেন্ট টাওয়ারে আগুন, মৃত ৫০...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি ন'তলা অ্যাপার্টমেন্ট টাওয়ারে আগুন লেগে ৫০ জনের মৃত্যু ঘটল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।  হ্যানয়ের থানহ্ জুয়ান জেলার ওই অ্যাপার্টমেন্টটিতে জনা ৪৫টি পরিবারের বাস বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Kim Jong Un: রাশিয়ার স্পেস সেন্টারে কিম-পুতিন বৈঠক! ক্রেমলিনকে অস্ত্র দেবে উত্তর কোরিয়া?

রাত সাড়ে ১১টা নাগাদ যখন ওই বিল্ডিংয়ে আগুন লাগে তখন অ্যাপার্টমেন্টে ছিলেন বহু বাসিন্দাই। যেহেতু অ্যাপার্টমেন্টটা একটা সরু গলির মধ্যে তাই আগুন নেভানোর চেষ্টা করাটাতেই সমস্যা হচ্ছিল। দমকলের গাড়িগুলি ওই অ্যাপার্টমেন্ট থেকে অন্তত ৩০০-৪০০ মিটার দূরে রাখতে হয়েছিল। ফলে অগ্নিনির্বাপণকর্মীদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। 

স্মরণকালের মধ্যে ভিয়েতনামের বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল গত বছরই। একটি তিনতলা বিল্ডিয়ংয়ে আগুন লেগে ৩২ জন মারা গিয়েছিলেন সেবার। সেটাই ছিল গত এক দশকের মধ্যে ভিয়েতনামের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে ২০২২ সালের সেই রেকর্ড ভেঙে দিল ২০২৩ সালের এই অগ্নিকাণ্ড।  এবার এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৫০ জন। 

আরও পড়ুন: Libya: ৫০০০ মৃত্যু, দশ হাজার নিখোঁজ! সমুদ্র ধুয়ে-মুছে দিল লিবিয়াকে, ঘাতকের নাম 'ড্যানিয়েল'...

ভিয়েতনাম পুলিস তদন্তে নেমেছে। জানার চেষ্টা করছে কীভাবে আগুন লাগল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.